লাল-বলের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার স্টিভ স্মিথের শ্রেষ্ঠত্ব বর্তমানে সর্বজনবিদিত। এইবার টেস্ট ক্রিকেটে ৮,০০০ বা তার বেশি রান করা খেলোয়াড়দের মধ্যে ঢুকে পড়লেন স্টিভ স্মিথ।
চলতি পাকিস্তান সিরিজের তৃতীয় টেস্টে এই রেকর্ড করলেন স্টিভ স্মিথ এবং বর্তমানে তিনিই দ্রুততম হিসেবে ৮,০০০ টেস্ট রান করলেন। এই রান করতে স্টিভ স্মিথ নিয়েছেন ১৫১টি ইনিংস। তাঁর পরেই রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৫২ ইনিংস), শচীন তেন্ডুলকার (১৫৪), গারফিল্ড সোবার্স (১৫৭), রাহুল দ্রাবিড় (১৫৮ ইনিংস)।
তিনি হলেন সপ্তম অজি ব্যাটসম্যান যিনি এই ৮,০০০ রানের গন্ডি পেরিয়েছেন। রিকি পন্টিং, অ্যালান বর্ডার, স্টিভ ওয়, মাইকেল ক্লার্ক, ম্যাথিউ হেডেন এবং মার্ক ওয় তাঁর আগে রয়েছেন সর্বোচ্চ রানের বিচারে।
চলতি পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে অজিদের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনের শেষে পাকিস্তান ৭৩-০।