দীর্ঘ ১৪টা বছর। আইপিএল খেলা শুরুর পর নয় নয় করে কেটে গেছে ১৪টি বছর। এবং প্রতিটি মরশুমে বিভিন্নরকম ভাঙাগড়ার মধ্যে দিয়ে গিয়েছে প্রতিটি দল। সেইমতোই অধিনায়ক পরিবর্তন ও হয়েছে সব দলের। কিন্তু এই ‘চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট’ এর মধ্যেই যেন ‘কনস্ট্যান্ট’ বা ধ্রুবক হয়ে থেকেছে একটাই জিনিস আর সেটা হলো প্রতি মরশুমের শুরুতে (২০১৬ ও ২০১৭ ছাড়া) চেন্নাই নেতা হিসেবে মহেন্দ্র সিং ধোনির অবস্থান। কিন্তু এবার বদল হলো তার। নতুন নেতা হিসেবে চেন্নাই সুপার কিংস দলে অভিষেক ঘটতে চলেছে রবীন্দ্র জাদেজার।
রবীন্দ্র জাদেজা বর্তমানে তৃতীয় চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন। এর আগে মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না হয়েছেন অধিনায়ক। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংস দলে নিজের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং দিয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা জাদেজাকেই অধিনায়ক হিসেবে পছন্দ ধোনি ও টিম থিঙ্ক-ট্যাঙ্ক এর।
অধিনায়ক হিসেবে মোট ২১৩টি ম্যাচ চেন্নাই এর হয়ে খেলেছেন ধোনি এবং জয়লাভ করেছেন ১৩০টিতে ও পরাজয় হয়েছে ৮২বার। এই ২১৩ ম্যাচের ১৯০টি আইপিএলে এবং ২৩টি চ্যাম্পিয়ন্স লিগ টিটোয়েন্টিতে। এছাড়া আইপিএলে তাঁর মোট অধিনায়কত্ব রেকর্ড বলছে ২০৪ ম্যাচে ১২১ জয় ও ৮২টি পরাজয় রয়েছে তাঁর। ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ – এই চারবার চেন্নাই সুপার কিংস ট্রফি তুলেছে ধোনির অধিনায়কত্বে এবং ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৯ – এই পাঁচবার হয়েছে রানার্স। একমাত্র ২০২০ মরশুম বাদ দিলে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে প্রত্যেকবারই প্লে-অফ খেলেছে চেন্নাই দল।
নতুন অধিনায়কের অধীনে নতুন দলসজ্জা কেমন হয় দেখার জন্য মুখিয়ে ক্রিকেটমহল।