৯১তম বার্ষিক সভায় যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল বিসিসিআই


বেশ কিছু বছর ধরেই চলছিল মহিলাদের আইপিএল খেলাকে বাস্তবায়িত করার কথা। সেইমতো ভারতের মহিলা ক্রিকেটারদের নিয়ে হয়েছে একটি আইপিএলের ন্যায় টুর্নামেন্ট যেখানে ট্রেইলব্লেজার, ভেলোসিটি এবং সুপারনোভা- এই তিনটি দল অংশ নিয়ে নিজেদের মধ্যে খেলেছিল ৪টি ম্যাচ।
১৮ই অক্টোবর সম্পন্ন হওয়া ৯১তম বার্ষিক সভায় মহিলাদের আইপিএলকে সরাসরি শিলমোহর দিল বিসিসিআই। সম্ভবত ২০২৩ সালের মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপের পরেই অনুষ্ঠিত হবে এই মহিলাদের আইপিএল।


রিপোর্ট অনুযায়ী সম্ভবত মোট পাঁচটি দল থাকবে এই টুর্নামেন্টে এবং গ্রুপস্তরে খেলা হবে ২০টি ম্যাচ। ২০টি ম্যাচ সম্পন্ন হয়ে গেলে থাকবে প্লেঅফ।
দলগঠনের ক্ষেত্রে প্রতিটি দল সর্বোচ্চ পাঁচজন বিদেশী ক্রিকেটার একাদশে রাখতে পারবে যার মধ্যে একজন থাকবেন অ্যাসোসিয়েট দেশ থেকে এবং বাকি চারজন থাকবেন স্থায়ী সদস্যদের মধ্যে থেকে।
মহিলাদের টিটোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে ৯-২৬শে ফেব্রুয়ারী। এরপরেই মহিলাদের আইপিএল শুরু করার ভাবনায় বিসিসিআই।