আসন্ন ২৩শে অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এম. সি. জিতে অনুষ্ঠিত হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ। সেই ম্যাচ হওয়া নিয়ে এবার দেখা দিল সংশয়।
একুওয়েদার. কম ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ৭৬% এবং হাওয়া বইবে ২০কিমি প্রতি ঘন্টা বেগে। এছাড়াও ওই ওয়েবসাইট পূর্বাভাস দিয়েছে যে ২৩ অক্টোবর প্রায় ২৬.৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে মেলবোর্নে যা কোনো ম্যাচ বাতিল করার ক্ষেত্রে যথেষ্ট। শুধুই ভারত-পাকিস্তান ম্যাচ নয় বরং ২১শে অক্টোবর থেকে অক্টোবরের শেষ অবধি হওয়া সব ম্যাচ নিয়েই সংশয় তৈরী হয়েছে। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে বাড়তি ঠান্ডা এবং বৃষ্টিপাতের জন্য খেলা হয়না। কিন্তু এই টুর্নামেন্টের জন্য অস্ট্রেলীয় গ্রীষ্মকালীন মরসুম আরো বাড়ার সম্ভাবনা তৈরী হয়েছে। আবহাওয়া সম্পূর্ণ আয়োজন ভেস্তে না দিলে দীপাবলীর আগের দিন উন্মাদনায় ভাসতে চলেছে ভারতবর্ষ।