কোহলির ওপেনিং নিয়ে কি আশঙ্কার কথা বললেন রবি শাস্ত্রী?

অধিনায়কত্ব ছেড়েছেন বেশ কিছুদিন হলো। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে নতুন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির অধীনে সবচেয়ে আলোচ্য বিষয় বিরাট কোহলির ব্যাটিং পজিশন।

কিছুজনের মতে তিন নম্বরে ব্যাট করে মিডল অর্ডারকে নির্ভরতা দেওয়া উচিৎ কোহলির এবং কিছুজন বলছেন ওপেনিং করে আঙ্কারিং করাই শ্রেয়। তবে এবার জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলছেন অন্য কথা। তার মতে আরসিবি দলের হয়ে ওপেনই করা উচিৎ বিরাটের।

ইএসপিয়েন ক্রিকইনফোর শোতে রবি শাস্ত্রী বলেছেন “যদি ২০২২ আইপিএলে কোহলি ওপেন করে তবে অরেঞ্জ ক্যাপ অন্য কারোর কাছে যাওয়া নিয়ে সংশয় থাকবে।” সঙ্গে তিনি আরো বলেছেন “মিডল অর্ডারের ব্যালেন্সের ওপর নির্ভর করছে সবটি। আমি জানিনা তাদের(আরসিবির) মিডল অর্ডার কেমন। যদি মিডল অর্ডার শক্তিশালী হয় তবে বিরাট ওপেন করলে কোনো ক্ষতি নেই।”

তথ্যগত দিকে দেখলে ২০১৬ সালে ইনিংস ওপেন করে চারটি সেঞ্চুরিসহ ৯৭৩ রান করেছিলেন বিরাট এবং সেটাই তার একমাত্র কমলা টুপি পাওয়ার নজির। তবে ২০২১ আইপিএলে ওপেন করে মাত্র ২৮ গড় রেখেছিলেন বিরাট এবং করেন ৩৩৯ রান। তবে সামগ্রিকভাবে আইপিএল খেলায় ৭৬টি ইনিংসে ওপেন করে ৪৩ গড়ে ২৭৫০ রান করেছেন কোহলি, রয়েছে ৫ সেঞ্চুরি ও ১৮ হাফসেঞ্চুরি। তিন নম্বরে ৮৫ ইনিংসে ২০টি হাফসেঞ্চুরিসহ তার রান ২৬৯৬।