বিশ্ব ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম। আশি ও নব্বইয়ের দশকে জমজমাট সব ভারত-পাকিস্তান লড়াই উপহার দিয়েছে এই মাঠ। এবার এশিয়া কাপের সুপার ফোরের আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই বিশ্বরেকর্ড গড়লো শারজা ক্রিকেট স্টেডিয়াম।
আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ আয়োজন করা মাঠ হয়ে গেল শারজা। শুক্রবার পাকিস্তান ও হংকংয়ের ম্যাচটি ছুঁয়ে ফেলেছিল অস্ট্রেলিয়ার প্রাচীন ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে।
আজ শারজা সিডনিকে ছাড়িয়ে উঠে গেল শীর্ষে। আজকের সুপার ফোর এর ম্যাচসহ তিন ফরম্যাট মিলে ইতিহাসের সর্বোচ্চ ২৮১টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলো শারজা। এর মধ্যে টেস্ট ম্যাচ ৯টি, ওয়ানডে ২৪৪টি ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে শারজায়।
অস্ট্রেলিয়ার সিডনিতে ২৮০ ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত সমান ২৭৮টি করে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। সবমিলিয়ে দুইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে পাঁচটি মাঠ। শারজা, সিডনি ও মেলবোর্ন ছাড়া অন্য দুই ম্যাচ হলো জিম্বাবোয়ের হারারে (২৩৭) ও ইংল্যান্ডের লর্ডস (২২১)।