রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে যুক্ত ছেলেটাকে একদিন নামানো হলো একটি আন্তঃ-স্কোয়াড প্র্যাক্টিস ম্যাচে এবং উল্লেখ্য সেই ম্যাচে ব্যর্থ হন বিরাট কোহলি থেকে আব্রাহাম বেঞ্জামিন ডেভিলিয়ার্স সকলে কিন্তু সেই দলে খেলে ৪৩টি বলে ৯০ রান করলো ছেলেটা।
আশা করেছিলো বাহবাসূচক কিছু। কিন্তু বোলিং কোচ তাকে নিয়ে গেলেন সাইটস্ক্রিন এর ওপারে এবং স্থূলকায় চেহারার জন্য জুটলো তিরস্কার। তার উন্নতির আশা প্রায় নেই এটা তাকে সরাসরি বলে দিলেন কোচ। সেদিন থেকে তার নিজেকে নতুন করে গঠনের কাজ শুরু তার। একসময় তার রাজ্য দলের সতীর্থরাও তাকে উত্যক্ত করতো ‘মোটু’ বলে এবং আজ সেই পুনর্গঠনের ফলস্বরূপ তাকে তারা ‘মাচো’ বলেন। ওহ, সেই বোলিং কোচের নাম? মিস্টার আশিস দেওয়ানসিং নেহরা।
নিজের জন্য ইনভেস্ট করা প্রতিদিনের ফল বর্তমানে হাতেকলমে পাচ্ছেন মুম্বাই এর সরফরাজ নৌশাদ খান। বর্তমানে প্রথম শ্রেণীতে তাঁর ব্যাটিং গড় ৭৪, তিনি ৭ মরশুমে পেয়েছেন মাত্র ৩১টি ইনিংস এবং তাতেই তাঁর ঝুলিতে ৬টি সেঞ্চুরি এবং ১,৯৩৪ রান। এই ১,৯৩৪ এর মধ্যে শেষ ১,৪৭৯ রান এসেছে মাত্র ১৩ ইনিংসে এবং উক্ত সময়ে ব্যাটিং গড় ১৪৭.৯০।
এই সময়ে তাঁর ট্রিপল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি সবই রয়েছে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে কেরিয়ার সর্বোচ্চ ৩০১, সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২৭৫, হিমাচল প্রদেশের বিরুদ্ধে ২২৬, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৭৫ তাঁর উৎকৃষ্টতা প্রমাণ অবশ্যই করেছে।