কাউন্টিতে অপরাজিত ৪১০ রানের তাক লাগানো ইনিংস, রক্ষা পেল লারার নজির!

ভাগ্যিস সময় পাননি গ্ল্যামারগনের স‍্যাম। তাহলে অবিশ্বাস্য কান্ডটি ঘটিয়ে ভেঙে দিচ্ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার রেকর্ড। কিন্তু স‍্যাম যেটুকু করলেন সেটাই বা কম কিসের। অবিশ্বাস্য রেকর্ড! লেস্টারশায়ারের বিরুদ্ধে ৪১০ রানের অপরাজিত ইনিংস গ্ল্যামারগনের স্যাম নর্থইস্টের।

তবে কাউন্টি ক্রিকেটে ৪০০ রানের ইনিংস এই প্রথম নয়। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে আরও ইনিংস রয়েছে। তবে ব্রায়ান লারার পর এই প্রথম কাউন্টিতে কেউ ৪০০ রানের ইনিংস খেললেন। ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। স্যাম নর্থইস্ট মাত্র ৪৫০ বলে ৪১০ রান করলেন। গ্ল্যামারগন ৭৯৫-৫ স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ৪৫টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন স্যাম। ৪০০ রানে পৌঁছান ৬ মেরে।

ইংল্যান্ডে এটি তৃতীয় সর্বাধিক স্কোর। সারা বিশ্বে নবম সর্বাধিক স্কোর। ম্যাচের তৃতীয় দিন ৩০৮ রানে অপরাজিত ছিলেন স্যাম। দেশের হয়ে এখনও খেলার সুযোগ হয়নি ৩২ বছরের এই ক্রিকেটারের। ম্যাচের চতুর্থ তথা শেষ দিন মধ্যাহ্নভোজ বিরতির সময় ৪১০ রানে অপরাজিত ছিলেন স্যাম। সে সময়ই ইনিংস ঘোষণা করে গ্ল্যামারগন। দিনের প্রথম সেশনের শেষ ওভারে পরপর দুটি ছয় মেরে ৪০০-র গণ্ডি পেরোন স্যাম নর্থইস্ট। সকালের সেশনে ওঠে ২৩২ রান।
স্যাম নর্থইস্টের ৪১০ ছাড়াও অনবদ্য ইনিংস ক্রিস কুকের। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৭১.৩ ওভারে ৪৬১ রান যোগ করে তারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০-র ক্লাবে স্যাম নর্থইস্ট নবম ব্যাটসম্যান। ব্রায়ান লারার অপরাজিত ৫০১ রান ছাড়াও রয়েছে আরও একটা অপরাজিত ৪০০ রানের ইনিংস। এছাড়াও তালিকায় রয়েছেন হানিফ মহম্মদ (৪৯৯), ডন ব্র্যাডম্যান (৪৫২ অপরাজিত), ভাউসাহেব নিম্বালকর (৪৪৩ অপরাজিত), বিল পন্সফর্ড (৪৩৭), বিল পন্সফর্ড (৪২৯), আফতাব বালোচ (৪২৮), আর্চি ম্যাকলারেন (৪২৪), স্যাম নর্থইস্ট (৪১০ অপরাজিত), গ্রেম হিক (৪০৫ অপরাজিত), ব্রায়ান লারা (৪০০ অপরাজিত)।