ভারতীয় দলে প্রতিষ্ঠা বিলম্বিত রুতুরাজের।

বর্তমানে ভারতীয় ডোমেস্টিক ক্রিকেট বলতে বা তার সাদা বলের বিভাগ বললে যে ব্যাটার সবচেয়ে আগে হয়ে পড়েন প্রাসঙ্গিক তিনি হলেন রুতুরাজ দশরথ গায়কোয়াড়।

ছবি : গুগল

সাদা বলের বিজয় হাজারে ট্রফিই হোক কি আইপিএল – সব জায়গাতেই স্বমহিমায় বিরাজ করেছেন তিনি এবং এক বিজয় হাজারে মরশুমে দুরন্ত ফর্মে ব্যাট করে নকআউট ম্যাচ না খেলেই ৪টি শতকসহ ৬০৩ রান করে চলে গেছিলেন রানসংগ্রাহকদের শীর্ষে এবং দ্বিতীয়জনের সঙ্গে তফাৎ ছিলো ১৪৫ রানের। এছাড়া আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে নিজের অসাধারণত্ব দেখানোর পাশাপাশি ফ্যাফ দু প্লেসির সঙ্গে রান সংগ্রাহকদের শীর্ষস্থানে পৌঁছেছিলেন মহারাষ্ট্রের এই ব্যাটার এবং ফলস্বরূপ বর্তমানে ভারতীয় দলের সাদা বল ক্রিকেটের অন্যতম সদস্য তিনি।

কিন্তু এসবের মধ্যেই যেন ছন্দপতন। বর্তমানে ভারত শ্রীলংকা টিটোয়েন্টি সিরিজ চলছে লখনৌতে। প্রথম টিটোয়েন্টির আগে ডান হাতের কব্জিতে চোট পেয়ে ছিটকে গেলেন রুতু। বিসিসিআই কর্তৃক তাঁর ম্যাগনেটিক রেসোনান্স ইমেজিং (এম. আর.আই) টেস্ট করে জানা গেছে চোট বেশ গুরুতর এবং এর জন্যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে যেতে হবে তাঁকে।

দলে তাঁর পরিবর্তে এসেছেন মায়াঙ্ক অনুরাগ আগারওয়াল। প্রসঙ্গত মায়াঙ্ক ২০২০ মরশুমের আইপিএল থেকে বেশ উন্নতি করেছেন নিজের টিটোয়েন্টি ব্যাটিংয়ে।

খবর সূত্র : বিসিসিআই মিডিয়া