মঙ্গলবার সকালে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় আম্পায়ার রুডি কার্টজেন।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী একটি গলফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেপটাউনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৯৯২ সালে ভারতের ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর আন্তর্জাতিক আম্প্যায়ারিং কেরিয়ারের অভিষেক হয়। এরপর ২০১০ সাল পর্যন্ত ১০৮টি টেস্ট ম্যাচ এবং ২০৯টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ পরিচালনা করেছেন। স্বাভাবিক ভাবেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।