এশিয়া কাপ দলে প্রত্যাশা মতই ফিরলেন বিরাট, কিন্তু ৫ খেলোয়াড় বাদ পড়লেন, কারণটা কী?


অনেক বিশ্রাম হয়েছে। এবার কাজে ফেরার পালা। এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামের পর প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। হাতে আর বেশি সময় নেই। এ সপ্তাহ থেকেই অনুশীলনে নেমে পড়বেন বিরাট। ফর্ম নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনার মাঝেই কোহলিকে ক্যারিবিয়ান সফর থেকে ছুটি দেওয়া হয়। স্ত্রী অনুষ্কার সঙ্গে ভালোবাসার শহর প্যারিসে কয়েকটা দিন কাটিয়ে এসেছেন। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভোগা বিরাটের অত্যাধিক ছুটিছাটা নিয়ে তোপ দাগতে ছাড়েননি সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরা। যাই হোক, টানা ৩ সপ্তাহের বিশ্রাম শেষে গা ঝাড়া দিয়ে ওঠার পালা।

এশিয়া কাপ দলে যে তিনি ফিরবেন এটা জানাই ছিল এবং ফিরেছেনও।
এশিয়া কাপে দল ঘোষণার পর থেকেই টুইটারে ট্রেন্ডিং তিনি। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ যুদ্ধে যাওয়ার আগে এশিয়া কাপ কোহলির কাছে বড় পরীক্ষা। এই টুর্নামেন্টে ছন্দে ফিরতে পারলে সেটাই হবে দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বড় পাওনা। হাঁফ ছেড়ে বাঁচবে ভারতীয় ক্রিকেট বোর্ডও। এখন দেখার নির্বাচকদের এই নির্বাচন সঠিক কিনা!

কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা করেছে সেই দলে নেই ভারতের এক নম্বর পেস বোলার জসপ্রীত বুমরা। কারণ কোমরে চোট থাকার জন্য তিনি দল থেকে বাদ পড়েছেন। বুমরার বাদ পড়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। তার প্রয়োজন ভারতীয় দলে অবশ্যই ছিল।

এছাড়া এশিয়া কাপের দল গঠনে রয়েছে একাধিক চমক। দলে সুযোগ পাননি ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও মহম্মদ সামির মত ক্রিকেটার।

প্রথমে ইশান কিশানের কথা বলতে গেলে বলতে হয় ধারাবাহিককতার একটু অভাব থাকলেও তার যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এশিয়া কাপের দলে কেএল রাহুল দলে ফিরতেই ইশান কিশানকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া দলে উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক থাকায় জায়গায় হয়নি ইশানের।

আর সঞ্জু স্যামসনের
প্রতিভা যথেষ্ট থাকলেও ধারাবাহিকতার একটা অভাব রয়েছে তার। এশিয়া কাপের দলে জায়গা পাবেন বলে আশাও করেছিলেন তিনি। কিন্তু দলের সকল তারকা ক্রিকেটাররা ফেরায় জায়গা হয়নি সঞ্জু স্যামসনের।

এদিকে ভারতীয় দলের শ্রেয়াস আয়ারের দলে না আসাটায় অনেকেই অবাক হচ্ছেন। কিন্তু সম্প্রতি তার বেশ কিছু সিরিজে ফর্ম ওঠা নামা করার জন্য বোধহয় এই তারকা মিডল অর্ডার ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়নি। আর সেই সুযোগটা কাজে লাগিয়েছেন দীপক হুডা, যেহেতু তিনি বল করতে পারেন।
এশিয়া কাপে অক্ষর প্যাটেলের প্রথম একাদশে সুযোগ পাওয়াটা অবশ্যই ছিল। কারণ তার সাম্প্রতিক ফল সে কথাই বলছে। কিন্তু এবার এশিয়া কাপের দলে মোট চার জন স্পিনার সুযোগ পেয়েছেন। তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহল ও রবি বিষ্ণোই। তাই তাকে দলের বাইরে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। তবে অক্ষর প্যাটেলের জায়গায় রবি বিষ্ণোই আসাটা কিছুটা হলেও বিস্ময় জেগেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিষ্ণোই পারফরমেন্স জন্য হয়তো তাকে নেয়া হয়েছে।

দল গঠনে তারকা পেসার মহম্মদ সামির বাদ পড়াটা খুবই বিস্ময়কর। তবে লাল বল ক্রিকেটের নিয়মিত সদস্যের বাদ পড়া কারণটা হয়তো এটাই, গতবার টি২০ বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে খেলেছিলেন এই পেসার। তারপর থেকেই টি২০ ক্রিকেটে তাকে ব্রাত্য করা হয়েছে। তাই তাকে দলের বাইরে রাখা হয়েছে।

তাছাড়া নির্বাচিত দলে অধিনায়ক রোহিত শর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া ভুবনেশ্বর কুমার ও অর্শদীপের নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। তবে আবেশ খানের নির্বাচনটা অবশ্যই প্রশ্নের মুখে! নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে কেন অভিজ্ঞ সামির বদলে অনভিজ্ঞ আবেশ খানকে রাখা হল!