দশ হাজারি রোহিত

চলতি আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকায় সবার নিচে। ছয় ম্যাচে ছয় হার!‌ কেন মুম্বইয়ের এই হাল, স্বাভাবিকভাবেই চলছে নানা আলোচনা। কিন্তু এই আবহেও একটা খবর অনেকের চোখ এড়িয়েছে। সেভাবে সামনে আসেনি। বিরাট কোহলির পর টি২০ ক্রিকেটে রোহিত শর্মাও দশ হাজার রানের সীমানা পেরিয়ে গেলেন। এটা ঘটেছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময়, যখন রোহিত ১৭ বলে ২৮ রান করার পথে কাগিসো রাবাডাকে ৬ মেরেছিলেন। বিরাট, রোহিত ছাড়া এই দশ হাজার রান ক্লাবের সদস্যপদ পেয়েছেন ক্রিস গেল‌, শোয়েব মালিক‌, কায়রন পোলার্ড‌, অ্যারন ফিঞ্চ‌ ও ডেভিড ওয়ার্নার। তালিকায় সবার আগে আছেন গেল (‌১৪,৫৬২)।‌

ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে গেল, পোলার্ড, ওয়ার্নাররা এগিয়ে থাকলেও লাবণ্যময় ব্যাটিংয়ের জন্য রোহিতের কদর সর্বত্র। ২০০৭ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার সময় ৩৫ বলে ১০০ রান করেছিলেন। তখন থেকেই টি২০ ক্রিকেটে তাঁর দিকে ক্রিকেটপ্রেমীরা নজর রাখছিলেন। ৩৫ বলে ১০০ করেছিলেন। অর্থাৎ ২০ ওভারেও সেঞ্চুরিতে পৌঁছোনো সম্ভব। এবং তিনিই এই কাজটি করেছেন ৪ বার। এখনও পর্যন্ত রোহিতের ব্যাট থেকে পাওয়া গিয়েছে ৪০টি অর্ধশতরানের ইনিংস। ছক্কা মারার ক্ষেত্রেও রয়েছেন প্রথম সারিতে। মোট ছয়ের সংখ্যা ৪২৭।  

‌‌‌