মিচেল মার্শ সহ দিল্লি ক্যাপিটালসের পাঁচজন কোভিড পজিটিভি হওয়ায় ভারতীয় বোর্ড জরুরী ভিত্তিতে আগামীকালের দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ পুনের এমসিএ স্টেডিয়াম থেকে সরিয়ে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রকাশিত এক বিবৃতিতে বোর্ড সচিব জয় শাহ এই খবর জানিয়েছেন। বোর্ডের তরফ থেকে আরও জানানো হয়েছে যে সংশ্লিষ্ট পাঁচজনকে আইসলেশন এবং প্রয়োজনীয় মেডিকেল সহায়তার মধ্যে রাখা হয়েছে। আগামী ছয় সাত দিনের মধ্যে তাঁদের আবার দুবার করে কোভিড টেস্ট করা হবে এবং সেই টেস্টের ফল নেগেটিভ হলে তাঁরা আবার দলের বায়ো-বাবলে ঢুকতে পারবেন।