আইপিএলে ভিভের ছায়া

ভিভিয়ান রিচার্ডসকে আইপিএল–‌এ খেলানোর জন্য কত টাকা দিতে হত এখন?‌ প্রায় সবাই একটিই উত্তর দিয়েছেন, ‘‌বিশাল’‌। প্যাট কামিন্স, আন্দ্রে রাসেলরা যেভাবে এবারের আইপিএলে ব্যাটে ঝড় তুলছেন‌, তা দেখে অনেকেই কল্পনায় ভিভের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছবি দেখতে শুরু করেছেন। ভিভের সঙ্গে আইপিএলের সম্পর্ক একবারই হয়েছিল, যখন তিনি ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস–‌এর অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবারও কিন্তু পরোক্ষে ভিভের ছায়া রয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে। ভিভ–‌কন্যা মাসাবার ডিজাইনে তৈরি টি–‌শার্ট এবার এমসিএ–‌র মাঠকর্মীদের শরীরে থাকছে।


এমসিএ–‌র ছাতার তলায় যে ৩৮ জন মালি রয়েছেন, তাঁদের প্রত্যেককে ঘুরিয়ে–‌ফিরিয়ে মেরিন ড্রাইভের ওপরে পাঁচ-তারা হোটেলে রাখা হয়েছে আইপিএলের জন্য। ওয়াংখেড়ে স্টেডিয়াম, বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং শচীন তেন্ডুলকার জিমখানায় এঁরা মাঠ তৈরি করেন। এঁদের সবাইকে পাঁচ-তারা হোটেলে রাখার সব খরচ দিচ্ছে ক্যাডবেরি। অভিনব চিন্তাধারায় ওঁরা আপ্লুত। ওঁদের একজনের নাম মোহিত নীতিন শান্তারাম। গ্র্যাজুয়েট – যশবন্তরাও চ্যবন মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি এই ডিগ্রি পেয়েছেন। কিন্তু চাকরি না পাওয়ায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মালির কাজে যোগ দিয়েছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার কথা জানার পর থেকেই এমসিএ কর্তারা তাঁর দিকে সম্ভ্রমের দৃষ্টিতে তাকান। সতীর্থরা বাড়তি সম্মান দেন। মোহিত নীতিন অবশ্য এ সব নিয়ে ভাবনাচিন্তা করতে নারাজ। তবে, ভিভ–‌কন্যার তৈরি টি–‌শার্ট গায়ে চাপিয়ে তিনি মহা খুশি।