ভারতীয় দলের অনুশীলন চলাকালীন আঙুলে চোট পাওয়া রোহিত শর্মাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আঙুলে বল লাগার পর ভারত অধিনায়ক আর ব্যাট করেননি তবে তার চোট তেমন গুরুতর নয় বলেই মনে হচ্ছে।ফের ব্যাট করতে নামলে চোটের জায়গায় আঘাত লাগার ঝুঁকি থাকায় রোহিত সেই পথ মাড়ান নি এমন ধারনাই স্বাভাবিক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন রোহিত এমন সম্ভাবনা কার্যত সুদুর পরাহত। ভারতীয় শিবিরের পক্ষ থেকেও রোহিতের চোট সংক্রান্ত কোন সরকারি আপডেট প্রচারিত হয় নি।ফলে মনে করা হচ্ছে তিনি খেলবেন।
ভারতীয় ইনিংসের অন্যতম গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে রোহিত এর ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডের মাটিতে বিগত সিরিজে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। দেশের মাঠে শেষ সিরিজেও তিনি ব্যাট হাতে ছন্দে থাকায় শুভমন গিলের সঙ্গে তার ওপেনিং জুটির সাফল্য নিয়ে আশাবাদী ভারতীয় শিবির। এমতাবস্থায় রোহিতকে নিয়ে তৈরি হওয়া সামান্য অনিশ্চয়তাও ভারতীয় ক্রিকেট প্রেমীদের বিড়ম্বনার কারণ।তবে শেষ পর্যন্ত আশঙ্কার মেঘ কেটে গিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েই ভারত অধিনায়ক কাল ওভালে প্যাট কামিন্স এর সঙ্গে টস করতে নামবেন এমনটাই আশা ভারতীয় ক্রিকেট মহলের।