বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফেভারিট বাছার প্রশ্নে তিন প্রাক্তন ক্রিকেট তারকার অবস্থান এক বিন্দুতে থাকলেও ভারতীয় দলের বর্তমান কোচ তাদের মূল্যায়ণের সঙ্গে একমত নন।স্টার স্পোর্টস এর একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসা রবি শাস্ত্রী,রিকি পন্টিং ও ওয়াসিম আক্রম তিনজনেই ওভালের ম্যাচে অষ্ট্রেলিয়ার জেতার সম্ভাবনার পক্ষেই জোরদার সওয়াল করেছেন। ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ না থাকায় দলের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে দূর্বল এই অজুহাতে শাস্ত্রী অসিদেরই ফাইনালে এগিয়ে রাখছেন। পন্টিং এর ব্যাখ্যা অবশ্য অন্যরকম।তার মতে ভারতীয় দলের বেশীরভাগ ক্রিকেটারই সদ্য আই পি এল খেলে বিলেত পাড়ি দিয়েছেন।ফলে ক্লান্তিজনিত সমস্যা ছাড়াও সম্পূর্ণ ভিন্ন ফর্ম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পরীক্ষাও রীতিমতো চ্যালেঞ্জিং বলে তার ধারণা।
পাক কিংবদন্তি আক্রমও প্রথমোক্ত দুজনের মতামতের বিরোধী নন। প্রাক্তন ক্রিকেটারদের এহেন সমবেত মতবাদ অবশ্য রাহুল দ্রাবিড় এর মনঃপুত হচ্ছে না। দুই দলের পারস্পরিক শক্তির বিচারে ফেভারিট নির্বাচনের তত্ত্ব তার মতে অযৌক্তিক। পাঁচ দিনের খেলায় বেশী সময় ধরে যে দল ক্রিকেটের সব বিভাগেই প্রশ্নাতীত আধিপত্য দেখাতে পারবে তাদের জয় সুনিশ্চিত এমনটাই মনে করেন তিনি।দুই ইনিংসে ভাল ব্যাটিং এর সঙ্গে বিপক্ষের কুড়িটা উইকেট ফেলতে পারলে ভারতীয় দলও এই ম্যাচ জিততে পারে বলে স্পষ্ট জানাচ্ছেন দ্রাবিড়। এক্ষেত্রে অতীত পরিসংখ্যান এর কোন গুরুত্ব নেই বলে ভারতীয় কোচের মত। বিগত এক দশকে একটিও আই সি ট্রফি না জেতার কারণে ফাইনালের আগে তার দল চাপে আছে কিনা এই প্রশ্নের জবাবে দ্রাবিড় সেই সম্ভাবনাকে সরাসরি অস্বীকার করেছেন। বিদেশের মাটিতে সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের অনবদ্য পারফরম্যান্স এর কথা মাথায় রাখলে আই সি সি ট্রফি জয়ের আক্ষেপ মূল্যহীন হয়ে যায় বলে দ্রাবিড় এর অভিমত।সব মিলিয়ে ভারতীয় কোচের অভিব্যক্তিতে স্পষ্ট তিনি ফাইনাল শুরুর আগেই নিজে ফ্রন্ট ফুটে স্ট্রোক খেলতে আরম্ভ করে দিয়েছেন।