রোহিত কি খেলবেন প্রথম ম্যাচে ?

আই পি এল শুরুর চব্বিশ ঘন্টা আগে প্রথামাফিক ফটো সেশনে রোহিত শর্মার অনুপস্থিতিকে কেন্দ্র করে সংশয় ক্রমশঃ দানা বাঁধছে। গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আই পি এল এ অংশগ্রহনকারী দশটি দলের অধিনায়কদের নিয়ে যে ফটো সেশন হল তাতে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক ছাড়া বাকী নয় দলপতি‌ই উপস্থিত ছিলেন।বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে রোহিত নাকি শারীরিক অসুস্থতার কারণে আমেদাবাদ যাননি।তাই উল্লিখিত অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।

আগামী ২ রা এপ্রিল ঘরের মাঠে রোহিতদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।সেই ম্যাচে রোহিত টস করতে নামবেন কিনা সেটা এখন‌ই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।তার দ্রুত তিনি সুস্থ হয়ে উঠার সম্ভাবনা কতখানি সে সম্পর্কিত কোন সরকারি বার্তা আপাতত নেই। রোহিত শেষ পর্যন্ত না খেললে পরিবর্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা সূর্যকুমার যাদবের।আই পি এল এ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এর গতবছরের অপ্রত্যাশিতভাবে লজ্জাজনক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে মুম্বাই সমর্থকদের মুখে হাসি ফোটাতে এবছর সাড়াজাগানো পারফরম্যান্স এর ব্যাপারে আশাবাদী মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।প্রথম ম্যাচে অধিনায়ক না খেললে সে প্রচেষ্টা যে শুরুতেই কিছুটা ধাক্কা খাবে সেই নিয়ে কোন সন্দেহ নেই।