দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে কাল থেকে শুরু হতে চলা টি২০ সিরিজের বাইরে চলে গেলেন কেএল রাহুল।
আজ সন্ধ্যায় এক বিবৃতি মারফত বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না কেএল। সেই সঙ্গে আরও জানানো হয়েছে প্র্যাকটিসের সময় হাতে চোট পাওয়ায় সিরিজের বাইরে চলে গেলেন কুলদীপ যাদবও।
এর পরই নির্বাচক কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিরিজের অধিনায়ক হিসেবে বেছে নেন ঋষভ পন্থকে। তার সহযোগী হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে।
তবে নির্বাচকরা এখনও আহত দুই খেলোয়াড়ের পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করেননি। আপাতত তাদের এনসিএ-তে রিপোর্ট করতে বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরিবর্ত খেলোয়াড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।