অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা পন্থের।

পাঁচদিনের ক্রিকেটে ভারতীয় দলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। একদিনের ক্রিকেটে সাম্প্রতিক অতীতে তার পারফরম্যান্স আশাপ্রদ না হলেও টেস্টে জাতীয় দলে তার অপরিহার্যতা প্রমানিত।সেই ঋষভ পন্থ গতবছরের শেষের দিকে গাড়ি দূর্ঘটনায় আহত হয়ে ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর তার অভাব অনুভূত হ‌ওয়া খুব স্বাভাবিক।বর্ডার গাভাস্কার ট্রফি,আই পি এল এর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার খেলা সম্ভব হচ্ছে না।এমনকি বছর শেষের বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।তার বদলি উইকেটরক্ষক হিসেবে শ্রীকর ভরতের প্রদর্শন এখনও পর্যন্ত অত্যন্ত সাদামাটা। ফলতঃ তার প্রত্যাবর্তন ঘিরে ক্রিকেট অনুরাগীদের আকুতি ক্রমশঃ বাড়ছে। এমতাবস্থায় ভক্তদের আশ্বস্ত করতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন পন্থ।এই মুহূর্তে তার রিহ্যাব প্রক্রিয়া চলছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

সেখানেই নিজের জিম করার একটি ছবি পোস্ট করে ঋষভ লিখেছেন,” খেলাধুলা চরিত্র গঠন করে না।সেটা আপনিই বেরিয়ে আসে।” এই বক্তব্যের মাধ্যমে আই পি এল এ দিল্লি ক্যাপিট্যালস দলের প্রাক্তন অধিনায়ক তার অনুরাগীদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা পাঠাতে চাইলেন সেটা অবশ্য স্পষ্ট নয়।তবে তিনি যে ক্রমশঃ সুস্থ হয়ে উঠছেন সে ব্যাপারে আশ্বস্ত করতে চাইছেন সবাইকে।এর আগে অপারেশন এর পর সুস্থ হ‌ওয়ার প্রক্রিয়ার প্রাথমিক স্তরে ক্র্যাচে ভর দিয়ে হাঁটার ছবি পোস্ট করা ছাড়াও সুইমিং পুলে নিজের শারীরিক কসরতের ছবিও পোস্ট করতে দেখা গেছে ঋষভকে।আই পি এল এর একটি ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হয়ে দিল্লী ক্যাপিট্যালস দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেও দেখা গেছে তাকে। সবমিলিয়ে ঋষভ পন্থ বুঝিয়ে দিতে চাইছেন দূর্ঘটনার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে তিনি স্বাভাবিক জীবনের ছন্দে দ্রুত ফিরে আসতে মরিয়া।তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীকুলের আকুল প্রার্থনা ততোধিক দ্রততায় তিনি পূর্বতন স্বকীয় মেজাজে আবার ফিরে আসুন সেই চেনা বাইশ গজের পরিচিত পরিবেশে।