এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ যেন অঘটনের বিশ্বকাপ! শ্রীলঙ্কা হেরেছে নামিবিয়ার কাছে, ওয়েস্ট ইন্ডিজ হারল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে, বাদ যায়নি ইংল্যান্ডও। আয়ারল্যান্ড ও বৃষ্টির কাছে হেরেছে জস বাটলারের দল। পার্থে পাকিস্তান–জিম্বাবোয়ে ম্যাচে শান মাসুদ–মহম্মদ নওয়াজদের ব্যাটিংয়ের সময় আগের এই অঘটনগুলোই বার বার উঁকি দিচ্ছিল। তবে কি পাকিস্তানও!
হ্যাঁ, পাকিস্তানও! চরম উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে জিম্বাবোয়ে।
আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১৩০ রান করতে পেরেছিল জিম্বাবোয়ে। ভাবা যায় এই রানও করতে পারবে না পাকিস্তান। পাকিস্তানের ওপেনিং জুটি না পারলেও মিডল অর্ডার পর্যন্ত যাবে এই ম্যাচ। কিন্তু কীসের কী! স্বল্প সংগ্রহের এই ম্যাচটা সাদামাটা হবে বলে যাঁরা ভেবেছিলেন, তাঁদের চোখের সামনেই ম্যাচটা রঙিন হয়ে উঠল জিম্বাবোয়ের বোলারদের লড়াইয়ে।
১০ ওভার শেষেও ৩ উইকেটে ৫৪ রান তুলেছিল পাকিস্তান। জয় থেকে তখন ৬০ বলে ৭৭ রানের দূরত্ব। উইকেটে শান মাসুদ থাকায় তখনও দুশ্চিন্তা পেয়ে বসেনি পাকিস্তানের সমর্থকদের। কিন্তু মাসুদ ৪৪ রানে প্যাভিলিয়ানে ফিরে যেতেই পাকিস্তানের সব আশা শেষ হয়ে যায়।
তারপর যে আর কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই! ধারণাটা বাস্তবই হল। পাকিস্তান পারলো না। শেষ ওভারে দরকার ছিল এগারোটা রান। তবু আশা ছিল পাকিস্তানের। কিন্তু শেষ বলে দরকার ছিল তিন রান। সেই রান করতে গিয়েই রান আউটের কবলে পড়ে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় জয় থেকে একরান দূরে।
শেষ বলে শাহিন আফ্রিদি ২ রান নিতে গিয়ে পেরেছেন ১ রান নিতে। ১ রানের দুর্দান্ত জয়ে সুপার টুয়েলভের এই ম্যাচটি স্মরণীয় করে রাখল জিম্বাবোয়ে। আর বিশ্বকাপে পাকিস্তান এখন খুবই কঠিন জায়গায় পৌঁছে গেল।