সহজ জয় কিন্তু রানরেটের সুবিধে নিতে ব্যর্থ ভারত

প্রত্যাশা মতোই গ্ৰুপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ড-এর বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। একদিকে যেমন রোহিত-কোহলি-সূর্যরা রান পেলেন তেমনই ভালো বল করলেন ভুবি-অশ্বিনরা। ব্যাট হাতে একদিকে যেমন দলকে ভরসা দিচ্ছেন বিরাট, তেমনি পরপর দুই ম্যচে ভাল বল করলেন কিছুদিন আগে হঠাৎ ফর্ম হারানো ভুবনেশ্বর কুমার। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রান তুললেও ভারতকে চিন্তায় রাখবে রাহুলের ফর্ম এবং প্রথম দশ ওভারের ব্যাটিং। কারণ ভালো ডেথ বোলিংয়ের সামনে রোজ কিন্তু প্রথম দশ ওভারে ৬০/১ থেকে শেষ পর্যন্ত ১৭০/১৮০-তে পৌঁছনো যাবে না।

তবে এরকম দাপুটে জয়ের পরও খচখচ করছে নেট রানরেটের কাঁটা। চলতি বিশ্বকাপে বৃষ্টি যেভাবে যখন তখন থাবা বসাচ্ছে তাতে করে যেকোন মুহূর্তে সেমিফাইনালে ওঠার যেকোন অঙ্ক সে ওলটপালট করে দিতে পারে, যেকোন ম্যাচ পরিত্যক্ত হতে পারে বা যেকোন ম্যাচে বড় দলকে অপ্রত্যাশিত পয়েন্ট হারাতে হতে পারে। এই অবস্থায় দুর্বল দলের বিরুদ্ধে ম্যাচে যথাসম্ভব রানরেট বাড়িয়ে রাখাটাই দস্তুর। যেমন প্ৰথম ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হওয়ার পরে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা বিরাট জয় পাওয়ার সুবাদে নেট রানরেটকে (+5.2) ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছে। তুলনায় দুর্বল দলের বিরুদ্ধে ম্যাচ থাকায়, ভারতের সামনেও আজ সেই সুযোগ ছিল,যা ভারত কাজে লাগাতে পারলো না।