অবিশ্বাস্য হলেও সত্যি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানের এক ম্যাচে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ল সারে! বিশ্ব রেকর্ড গড়ার এই ম্যাচে মুখোমুখি হয়েছিল কাউন্টি ক্রিকেটের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সারে এবং কেন্ট। ব্যাটিংয়ে নেমে সারের সব ব্যাটাররা মিলিয়ে করেছেন ৬৭১ রানের বড় সংগ্রহ। কিন্তু আশ্চর্য সারের পাহাড়সম এই ইনিংসে নেই কোন সেঞ্চুরি!
সারে অধিনায়ক রোরি বার্নস নিজেদের মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্য়াট করতে নেমে সারের ব্যাটাররা বড় ইনিংসের দিকে এগোলেও কোন ব্যাটারের ব্যাট থেকেই সেঞ্চুরি আসেনি।
আর সারের গড়া এই ইনিংসই করে ফেলল সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের ইনিংস। প্রথম-শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া এটাই হল সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সর্বোচ্চ রানের ইনিংসটা এইরকম:
নার্ভাস নাইন্টিজে প্যাভিলিয়নে ফিরে গেছেন সারের তিন ব্যাটার। তিন নার্ভাস নাইন্টিজ ব্যাটারকে ধরলে রয়েছে মোট সাতটি হাফ-সেঞ্চুরি। ইনিংসের সর্বোচ্চ ৯৬ রান করেন ওলি পোপ।
সারে অধিনায়ক রোরি বার্নস যখন ৬৭১ রানে ইনিংসটি ঘোষণা করে দেন, তখনই সারে প্রথম-শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায়।
এর আগে অবশ্য কাউন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল সারেরই। ২০০৫ সালে গ্লস্টারশায়ারের বিপক্ষে সেঞ্চুরি ছাড়া ৬০৩ রান করেছিল সারে। অর্থাৎ নিজেদের রেকর্ডটাকেই আবারও নতুন করে লিখে ফেলল সারে।
ইনিংসে ওলি পোপের সর্বোচ্চ ৯৬ ছাড়াও বেন ফোকস এবং জেমি ওভারটনও নার্ভাস নাইন্টিজে আউট হয়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তিন ব্যাটারের নব্বইয়ের ঘরে আউট হওয়ার ঘটনাও এই প্রথম।
ফিরে দেখা সেঞ্চুরিহীন ইনিংস:
সেঞ্চুরিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহের দাবিদার ছিল নামিবিয়াও। ২০১০-১১ সালে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল শিল্ডে নামিবিয়া ৬০৯ রান করেছিল উগান্ডার বিরুদ্ধে। নামিবিয়ার এই ইনিংসে ছয় জন ব্যাটার হাফ-সেঞ্চুরি করেছিলেন।