আগামীকাল সকাল ৯টা থেকে ৩৩ বছরের শিকলভাঙার লড়াইয়ে নামতে চলেছে বাংলা। প্রতিপক্ষ সেই সৌরাষ্ট্র। যাদের বিপক্ষে পরাজিত হয়ে হয়নি ট্রফি জেতা। সেদিন অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কত্বে মনোজ তিওয়ারি-অনুষ্টুপ মজুমদার-সুদীপ চ্যাটার্জী-ঋদ্ধিমান সাহার ব্যাটিং, শাহবাজ আহমেদ-অর্ণব নন্দীর অলরাউন্ড পারফরমেন্স এবং ঈশান-আকাশ-মুকেশের বোলিং যথেষ্ট ছিলনা পূজারা-ভাসাভাড়া-জ্যাকসন-উনাদকাত-সাকারিয়ার সামনে।
আজ সেই সৌরাষ্ট্র থেকে গিয়েছে অনেকটাই এক। মুখগুলো রয়েছে একই। বাংলার ব্যাটিং অর্ডার, অলরাউন্ড অ্যাটাকে এসেছে পরিবর্তন। বোলিংয়ে ঈশান-আকাশ-মুকেশ একই থাকলেও ব্যাট হাতে এবার তিন নম্বরে সুদীপ কুমার ঘরামি, উইকেটের পিছনে তরুণ অভিষেক পোড়েল, অলরাউন্ড বিভাগে এবার বড়ো ভূমিকায় আকাশ ঘটক।
সব মিলিয়ে বেশি বড়ভাবেই প্রস্তুত বাংলা। সৌরাষ্ট্রের দুই বাঁহাতিকে খেলার জন্য নেটে দলের সঙ্গে থাকা দুই বাঁহাতি গীত পুরি এবং দুর্গেশ দুবে তো বটেই, বেশিক্ষণ প্র্যাক্টিসে দেখা গেল রোশান সিংকেও।
এবার সরাসরি দেখে নেওয়া যাক পিচ রিপোর্ট এবং সম্ভাব্য দল:-
পিচ রিপোর্ট:-
ইডেনের উইকেট তার চিরন্তন পেস সহায়কই হতে চলেছে। হাল্কা সবুজাভ আভা থাকলেও পিচ স্পোর্টিং হতে চলেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে বল সামান্য ঘুরবে তৃতীয় বা চতুর্থ দিন থেকে।
সম্ভাব্য একাদশ:-
বাংলা:-
অভিমন্যু ঈশ্বরণ, সুমন্ত গুপ্ত, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি(অধিনায়ক), অভিষেক পোড়েল(উইকেটরক্ষক), আকাশ ঘটক, শাহবাজ আহমেদ, আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল
সৌরাষ্ট্র:-
স্নেল প্যাটেল, হ্যার্ভিক দেশাই, বিশ্বরাজ জাদেজা, শেল্ডন জ্যাকসন, অর্পিত ভাসাভাড়া, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাত, চেতন সাকারিয়া, যুবরাজসিং দদিয়া