কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে চলছে রঞ্জি ট্রফির প্রি কোয়ার্টার ফাইনাল। পরস্পরের মুখোমুখি দুটি দল- ঝাড়খন্ড এবং নাগাল্যান্ড।
দিনের শুরু থেকেই ঝাড়খণ্ড রীতিমতো প্রতিপদে পদদলিত করে চলেছে নাগাল্যান্ড দলকে। সৌজন্যে দুই অন্যতম পরিচিত মুখ। প্রথমজন হলেন বিরাট সিং যিনি আইপিএলের দৌলতে কিছুটা পরিচিতি পেয়েছেন এবং দ্বিতীয়জন সদ্য অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলে আসা কুমার কুশগ্র।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার উৎকর্ষ সিং শ্রীকান্ত মুন্ডের বলে ৩৬ রানে ফিরে যান এবং এরপর বড়ো রান করতে পারেননি অন্য ওপেনার মহম্মদ নাজিম (২৯) এবং অধিনায়ক সৌরভ তিওয়ারি (২৯)। তবে তিনে নামা কুমার সূর্য করে যান ৬৬।
দলীয় ১৮৬ রানে সূর্য ফিরতেই বিরাট সিং এবং কুমার কুশগ্র শুরু করেন বড়ো রান তোলার খেলা। দর্শনীয় সেঞ্চুরি করে বিরাট সিং ১০৭ রানে ফিরে যান এবং তাদের মধ্যে পার্টনারশীপ হয় ১৭৫ রানের।
এবং অন্য প্রান্তে থাকা কুমার কুশগ্র রঞ্জি ট্রফিতে করলেন নিজের প্রথম দ্বি-শতক। এবং ১৭ বছর ১৪১ দিনে রঞ্জিতে দ্বি-শতক করে থেকে গেলেন তৃতীয় কনিষ্ঠ দ্বি-শতককারী হিসেবে। প্রথম দুজন যথাক্রমে রীতিন্দ্র সিং সোধি (১৭ বছর ১৭ দিন) এবং আম্বাতি রায়ুডু (১৭ বছর ৫৫ দিন)।
এই লেখা যাওয়ার আগে অবধি কুশগ্র অপরাজিত ২২৭ রানে। মাঝে অনুকূল রায় ৫৯ করে ফিরে যাওয়ায় ঝাড়খন্ড বর্তমানে ৫৭৭-৬।