আইপিএল থেকে ছিটকে গেলেন রাহানে, বড় ধাক্কা ভারতের


চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন অজিঙ্ক্য মধুকর রাহানে। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ওপেনিং পজিশনে ব্যাট করে ৭টি ম্যাচ থেকে ১৩৩ রান করেছিলেন অজিঙ্ক্য।
সেই অজিঙ্ক্য রাহানে এবার পেলেন হ্যামস্ট্রিং চোট। কলকাতা বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে ব্যাট করার সময়ে হ্যামস্ট্রিং চোট হয় তাঁর। তবুও উঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ব্যাট করেন এবং তিনটি ছক্কা মেরে ২৩ বলে ২৮ রান করে যান।


এবারের আইপিএলে অজিঙ্ক্য রাহানে ১৩৩ রান করলেও তাঁর রানের গতি ছিলো চূড়ান্ত মন্থর। ১০৩.৯০ স্ট্রাইক রেটে ১৩৩ রান রাহানে করেন এবং তাঁর ব্যাটিং গড় মাত্র ১৯। একমাত্র কেকেআরের প্রথম ম্যাচ বাদে জয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান তাঁর নেই। তবে রাহানের পক্ষে যায় একটি স্ট্যাট যা বলে রাহানে পাওয়ার-প্লেতে ১০০ বা তার সামান্য বেশি স্ট্রাইক রেটে রান করলেও কেকেআর প্রথম ছয় ওভারে তোলে পঞ্চাশ রান, যা মূলত সম্ভব করেন অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা।
বর্তমানে রাহানের হ্যামস্ট্রিং চোট পৌঁছে গিয়েছে তৃতীয় গ্রেডে এবং সূত্রের খবর অনুযায়ী ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে যাবেন অজিঙ্ক্য এবং চিকিৎসায় লাগতে পারে চার সপ্তাহ বা তার বেশী সময়। সেক্ষেত্রে তিনি খেলতে পারবেন না আইপিএলের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ এবং যদি কেকেআর প্লে-অফে ওঠে তবে সেই ম্যাচগুলিও।
ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন চলতি বছরের শ্রীলংকা সিরিজেই, এবার হয়তো চোটজনিত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত একটি টেস্টেও সিলেকশন পাবেননা রাহানে।