গত বছরের অগ্রগমণ ধরে রাখতে উদ্যোগী পুলিশ অ্যাথলেটিক ক্লাব।


গত বছর দলে ছিলনা সেইরকম কোনো তারকা ক্রিকেটার। তা সত্ত্বেও গত বছর লাল বলের ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করেছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাব। নেপথ্যে ছিলেন অভিষেক ব্যানার্জী, কৌশিক গিরি, কৌশিক মাইতি, তারক সাধুখাঁর মতো ক্রিকেটার এবং দর্পণ সিং, রাজীব রায়ের মতো টিম ম্যানেজার।
এই বছর সেই লক্ষ্যেই দল করেছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। শমিক কর্মকার, কৌশিক গিরি, রাজীব কেশরী, অবর দাস, অভিষেক মিশ্র,স্বর্ণাভ ঘোষালকে নিয়ে এইবছর দল বেশ ভালো পুলিশের।


নিজের লক্ষ্য সম্পর্কে কৌশিক গিরির বক্তব্য তিনি এই বছর রানের ধারা বজায় রাখতে চান তিনি। কৌশিক আরো বলেছেন যে গতবছর দলের সাফল্যের পেছনে দর্পণ সিং,অভিষেক ব্যানার্জী, রাজীব রায়ের ভূমিকা ছিল অনেক। এইবছর পুলিশ দল সেই অগ্রগমণ ধরে রাখতে চায়।
গত মরশুমে কালীঘাট ক্লাব থেকে এই মরশুমে পুলিশ দলে যুক্ত হয়েছেন স্বর্ণাভ ঘোষাল। কেন তিনি এলেন নতুন দলে? স্বর্ণাভ বললেন ” এই মরশুমে কালীঘাটের অফার ছিল, কিন্তু পুলিশ এসি ক্লাবে এলাম কারণ ব্যাটিং আর বোলিং দুটোতেই নিজেকে আরো এক্সপ্রেস করতে চাই।” এই বছর কিরকম আশাবাদী নিজের পারফরমেন্স নিয়ে? “গত বছর কালীঘাটে থাকার অভিজ্ঞতা অসাধারণ। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। এই বছর পুলিশ এসি দলের হয়ে আরো ভালো খেলার চেষ্টা করবো।”