শেষবার ইংল্যান্ড যখন পাকিস্তান সফরে যায়, তখনকার এক স্কুল ছাত্রের নেতৃত্বেই এবারে করাচিতে পা রাখলো ইংলিশ ক্রিকেট দল। গতবছর সফর হওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে পিছিয়ে আসে ইংল্যান্ড, যদিও এবারে পাকিস্তানের পক্ষ থেকে ইংল্যান্ড দলের প্রতি রাষ্ট্র প্রধানের সমতুল্য নিরাপত্তা পাওয়ার আশ্বাস নিয়েই পাকিস্তানে পা রেখেছে বাটলার বাহিনী।
আগামী ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে সাত ম্যাচের টি২০ সিরিজ। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার পরে নভেম্বর মাসে আবার পাকিস্তানে এসে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দল।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর নাশকতামূলক হামলার পরে দুনিয়ার সমস্ত ক্রিকেট দলই পাকিস্তান সফর করা বন্ধ করে দেয়, নিরাপত্তার অজুহাতে। কোভিড পরবর্তী সময়ে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া নির্বিঘ্নে সফর করার পরে ইংল্যান্ড সফরও যদি কোন সমস্যাহীন ভাবে শেষ হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে ভারত সহ বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলোরও পাকিস্তান সফর করা উচিত, ক্রিকেটের স্বার্থে। তবে অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সবসময়ই খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ক প্রশ্নে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।