টি-টোয়েন্টিতে ২০৯ রানের লক্ষ্যটাকে বেশ বড়ই রানই বলতে হবে। তবে মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ভারতের এই লক্ষ্যও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জে ফেলতে পারল না। শুরুতে ক্যামেরন গ্রিন এবং শেষ দিকে ম্যাথু ওয়েডের ঝড়ে হেরেই গেল ভারত। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলো রোহিত শর্মার দল। গ্রিনের ৩০ বলে ৬১, ওয়েডের ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়া জিতেছে ৪ বল ও ৪ উইকেট বাকি রেখেই।
অবশ্য অস্ট্রেলিয়ার রান তাড়ায় ১৮তম ওভারে ওয়েডের ফিরতি ক্যাচ হার্শাল প্যাটেল হাতছাড়া না করলে ফলটা ভিন্নও হতে পারত। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ওয়েড। আর গ্রিন ও ওয়েডের দারুণ ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার ৩০ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংসটিও।
রানের পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালই শুরু করলো অস্ট্রেলিয়া। কিন্তু রোহিত শর্মার দল বিশ্বকাপের প্রস্তুতিটা শুরুতেই আঘাত খেল।
হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল ও সূর্য কুমার যাদবের ব্যাটিং তাণ্ডব ম্লান হয়ে গেল ক্যামেরন গ্রিনের ঝড়ো ইনিংসের কাছে। তাছাড়া ভারতের চিন্তাটা বাড়লো বিরাট কোহলি ও রহিত শর্মার আবারো ব্যাটিং ব্যর্থতা নিয়ে।