আপাতত দেশে ফিরছেন কামিন্স

অষ্ট্রেলিয়া প্রচারমাধ্যম সূত্রে জানা যাচ্ছে অসি অধিনায়ক প্যাট কামিন্স পারিবারিক কারনে দেশে ফিরে যাচ্ছেন।তবে ইন্দোর টেস্ট শুরু হওয়ার আগেই তার ভারতে ফিরে আসার কথা।

আগামী ১লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা।প্যাট কামিন্স এর নেতৃত্বে সফরকারী অষ্ট্রেলিয়া দলের কাছে বর্তমান সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সিরিজে এই মুহূর্তে অসিরা ০-২ পিছিয়ে। নাগপুরে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে অষ্ট্রেলিয়ার পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে অসিদের প্রত্যাঘাতের স্বপ্নের ও সলিল সমাধি ঘটেছে ভারতীয় স্পিনারদের দাপটে। টেস্টের দ্বিতীয় দিনের শেষে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থায় থাকলেও তৃতীয় দিনের প্রথম সেশনে অষ্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বিস্ময়করভাবে ভেঙে পড়ার কারণ রবীন্দ্র জাদেজা। টেস্ট কেরিয়ারের সেরা বোলিং করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস মাত্র ১১৪ রানে শেষ করে দেবার পেছনে জাদেজার ভূমিকা অনস্বীকার্য।চার টেস্টের এই সিরিজ হারের কোন সম্ভাবনা না থাকায় বর্ডার গাভাস্কার ট্রফি আপাতত কোহলিদের হেফাজতেই থেকে যাচ্ছে। আগামী জুন মাসে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা এবং বিরাট কোন অঘটন না ঘটলে টিম ইন্ডিয়া সেই ম্যাচে খেলার ছাড়পত্র প্রায় জোগাড় করে ফেলেছে বলা যায়।তবে ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে ক্যাঙারুদের দেশকেই পাবে কিনা সেটা এখনও ষোল আনা নিশ্চিত নয়।