মোহনবাগান বনাম ভবানীপুর। প্রিভিউ,সম্ভাব্য একাদশ

বর্তমানে বাংলার ক্লাব ক্রিকেটে দুটি বড়ো শক্তি হিসেবে ধরা হয় মোহনবাগান এবং ভবানীপুর ক্লাবকে। লাল বলের ক্রিকেটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একাধিক খেলোয়াড় যেমন আছেন মোহনবাগানে, তেমনই ভবানীপুর ক্লাবের রয়েছে গতবছর সুপার ডিভিশন ফাইনাল জেতার আত্মবিশ্বাস।

এই বছর কোনো এক অজ্ঞাত কারণে প্রায় দুই মাস বন্ধ ছিল সিএবি সুপার ডিভিশনের খেলা। রনজি ট্রফি শেষ হওয়ার মাত্র দুই দিন পর আবার মাঠে দেখা যাবে বাংলা দলের ক্রিকেটারদের। অনুষ্টুপ মজুমদার-অভিষেক পোড়েল-কাজী জুনাঈদ সাইফি যেমন থাকবেন মোহনবাগানে, তেমনই প্রদীপ্ত প্রামাণিক-দুর্গেশ দুবে-অভিষেক দাস-কৌশিক ঘোষরা থাকবেন ভবানীপুরে।
গত বছর মোহনবাগানের বিরুদ্ধে ভিডিওকন মাঠে ৫০০ এর বেশী রান তাড়া করে ময়দানে রেকর্ড গড়েছিল ভবানীপুর, আবার আগামীকাল থেকে মহারণে নামছে তারা।
আসুন দেখে নিই এই ম্যাচের কিছু বিস্তারিত তথ্য:-
*মাঠ:-*
যাদবপুর ইউনিভার্সিটি, সল্টলেক ক্যাম্পাস
*সময়:-*
সকাল ৯:৩০ মিনিট
সম্ভাব্য একাদশ:-
*মোহনবাগান:-*
প্রিনান দত্ত, আয়ুষ কুমার সিং, কাজী জুনাঈদ সাইফি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল(উইকেটরক্ষক), অর্ণব নন্দী(অধিনায়ক), শুভম সরকার, রাজকুমার পাল, অয়ন ভট্টাচাৰ্য, সন্দীপন দাস জুনিয়র, সুমিত মোহান্ত
*ভবানীপুর:-*
অভিষেক রমণ, অভিষেক দাস, কৌশিক ঘোষ, সন্দীপন দাস (অধিনায়ক), ঋত্বিক চ্যাটার্জী, বিবেক সিং(উইকেটরক্ষক), প্রিয়াংশু শ্রীবাস্তব, প্রদীপ্ত প্রামাণিক, রবিকান্ত সিং, দুর্গেশ দুবে, বিশ্বজিৎ মিশ্র।