বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল শ্রীলঙ্কা


বৃহস্পতিবার শ্রীলঙ্কার গলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৪৬ রানে শ্রীলঙ্কা হারিয়ে দিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় অনেক পরিবর্তন ঘটে গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা এক লাফে ৬ নম্বর থেকে তিন নম্বরে উঠে এল। এই মুহূর্তে শ্রীলংকার জয়ের শতকরা হার ৫৩.৩৩ শতাংশ। আর এই হারের পর পাকিস্তান নেমে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও নীচে। ভারত রয়েছে তালিকার চার নম্বরে। টিম ইন্ডিয়ার জয়ের শতকরা হার ৫২.০৮ শতাংশ। পাঁচ নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। বাবর আজমদের জয়ের শতকরা হার ৫১.৮৫ শতাংশ।

পয়েন্ট টেবিলে এই বড় ধরনের পরিবর্তনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটা এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার জয়ের শতকরা হার ৭১.৪৩ শতাংশ। আর অস্ট্রেলিয়া প্রায় দক্ষিণ আফ্রিকার কাছাকাছি রয়েছে। তাদের জয়ের শতকরা হার ৭০ শতাংশ।

আপাতত টেস্ট চ্যাম্পয়িনশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে ৫টি দল। লিগ টেবিলের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হারের ব্যবধান সামান্যই। পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ছয় থেকে একলাফে তিন নম্বরে চলে এসেছে শ্রীলঙ্কা। আপাতত ভারতকে টপকে গেলেও পাকিস্তানকে টেনে পাঁচ নম্বরে নামিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।