বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে অভিযান শুরু করলো ভারত। ভারতের দেওয়া ১৫৫ রানের টার্গেট উনিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে তুলে দেয় অস্ট্রেলিয়া।
মূলত শেফালী ভার্মা (৪৮) এবং অধিনায়িকা হরমনপ্রীত কৌরের (৫২) সৌজন্যে ভারত অস্ট্রেলিয়ার সমানে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা দেয়। এরপর অস্ট্রেলিয়া ৫০ রানের মধ্যে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও শেষরক্ষা হয়নি। গার্ডনার এবগ হ্যারিসের দায়িত্বশীল ব্যাটিং অস্ট্রেলিয়াকে লক্ষ্যে পৌঁছে দেয়।
ভারতের পরের ম্যাচ ৩১শে জুলাই পাকিস্তানের বিরুদ্ধে।