পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে দিল পাকিস্তান

শেষ দিনে একসঙ্গে শ্রীলঙ্কান বোলার এবং বৃষ্টির বিরুদ্ধে লড়াই করে রোমাঞ্চকর ভাবে গল টেস্ট জেতার সঙ্গ সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে দিল পাকিস্তান।

আইসিসির সদ্য প্রকাশিত পয়েন্ট তালিকায় পাকিস্তান আছে তিন নম্বরে আর ভারত চার নম্বরে। প্রথম দুই স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।

যদিও প্রাপ্ত পয়েন্টের হিসেবে ভারত পাকিস্তানের থেকে বেশী পয়েন্ট পেয়েছে। কিন্তু শতাংশ বা পার্সেন্টেজ অফ পয়েন্ট-এর (সংক্ষেপে পিসিটি) হিসাবে পিছিয়ে আছে। কোভিডের পরে  কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি (পুরুষ) টেস্ট চ্যাপিয়নশিপের পয়েন্ট পদ্ধতিতে কিছু পরিনর্তন আনে। তারপর প্রাপ্ত পয়েন্টের থেকে এই শতাংশের হিসেবকে র‍্যাঙ্কিংয়ের মাপকাঠি ধরা হয়। এই পদ্ধতির ফলেই গতবার কম পয়েন্ট পেয়েও এই পিসিটির জোরে অস্ট্রেলিয়ার বদলে ফাইনাল খেলে নিউজিল্যান্ড।