বর্তমানে কিউই দেশের সেডন পার্কে চলছে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজ। সেই সিরিজের প্রথম ওডিআইতে দুরন্ত সেঞ্চুরি করে নিজেকে জন্মদিনের উপহার দিলেন কিউই ব্যাটার টমাস উইলিয়াম ম্যাক্সওয়েল ল্যাথাম।
নেদারল্যান্ড টসে জিতে ব্ল্যাক-ক্যাপসকে আগে ব্যাট করতে পাঠালে ফ্রেড ক্লাসেন এবং লগান ভ্যান বিক-এর দাপটে পরপর ফিরে যান মার্টিন গাপ্টিল (৬), উইল ইয়ং (১), হেনরি নিকলস (১৯), রস টেলর (১) এবং মাইকেল ব্রেসওয়েল (১)। এক সময়ে নিউজিল্যান্ড যখন ৩২-৫ অবস্থায় ধুঁকছে তখন হাল ধরেন ল্যাথাম। উল্টোদিকে ডাগ ব্রেসওয়েল (৪১) ছাড়া কেউ নির্ভরতা দিতে পারেননি তাঁকে। এতসত্ত্বেও ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১৪০ রান করে যান টম ল্যাথাম। তার জন্যই বোর্ডে ২৬৪-৯ রান তুলতে পারে নিউজিল্যান্ড।
নিজের ত্রিশতম জন্মদিনে এরই সঙ্গে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নিজের জন্মদিনে ওডিআই সেঞ্চুরির নজির গড়লেন টম। টম ল্যাথামের ১৪০ রানই জন্মদিনে করা কোনো ব্যাটারের ওডিআইতে সর্বোচ্চ স্কোর।
এর আগে ১৯৯৮ সালের ২৪ এপ্রিল শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের করা ১৩৪ রান ছিলো সর্বোচ্চ যা আজ ভাঙলেন ল্যাথাম। এই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি এসেও ২০১১ সালের ৮ই মার্চ নিজের ২৭তম জন্মদিনে ব্যর্থ হন রস টেলর। পাকিস্তানের বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপের গ্রুপ স্তরের ম্যাচে পাল্লেকেলেতে ১৩১ রান করেন রস। যদিও সেদিন তিনি সনথ জয়সূর্যকে ছাড়িয়ে এই লিস্টের দ্বিতীয় স্থানে উঠে আসেন। ২০০৮ সালের ৩০শে জুন নিজের ৩৯তম জন্মদিনে এশিয়া কাপের একটি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ বলে ঝোড়ো ১৩০ রান করেন সনথ।
এই লিস্টে বর্তমানের পঞ্চম নামটি হারিয়ে যাওয়া ভারতীয় প্রতিভা বিনোদ কাম্বলি-র। ১৯৯৩ সালের ১৮ই জানুয়ারি নিজের কুড়িতম জন্মদিনে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়পুরে ১৪৯ বলে ১০০ করেন কাম্বলি।
জন্মদিনের শুভেচ্ছা টম ল্যাথামকে।