নতুন নাইট রাসেল

কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য তিনি সেই ২০১৪ সাল থেকে। তবে এবার আরো এক নতুন নাইট সংসারে যেতে চলেছেন আন্দ্রে রাসেল।

ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টিটোয়েন্টি লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে পরের মরশুমে খেলবেন আন্দ্রে রাসেল। বিশেষ উল্লেখ্য এই যে এই দলের অধিনায়ক হলেন কায়রন পোলার্ড, সেক্ষেত্রে এটিই হবে প্রথমবার যেখানে রাসেল এবং পোলার্ড একই টিটোয়েন্টি দলের প্রতিনিধিত্ব করবেন জাতীয় দল ছাড়া।

বিগতবার জামাইকা তালাওয়াহ দলের হয়ে সমগ্র মরশুমেই বেশ সাধারণ পারফর্মার ছিলেন রাসেল। মোট ১৬০ রান তিনি করেন এবং ৩১.১ ওভার বল করে মাত্র ১১টি উইকেট পান যা রীতিমতো অ-রাসেলসুলভ। যদিও ২০২০ মরশুমেই জামাইকা দলকে “ওয়েইর্ডেস্ট ফ্র্যাঞ্চাইজি” বলে কটাক্ষ করেছিলেন আন্দ্রে রাসেল, তবুও ২০২১ মরশুমে তাঁকে রিটেন করে জামাইকা দল।

তবে এবার আর নয়। নিজের ঘরের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে এবার ক্যারিবিয়ান লিগেও নাইট হতে চলেছেন রাসেল। ক্যারিবিয়ান লিগে বর্তমানের নাইট দল বেশ তারকাখচিত। আন্দ্রে রাসেল এবং কায়রন পোলার্ড ছাড়া তারা রিটেন করেছে সুনীল নারিনকে এবং সই করিয়েছে অভিজ্ঞ ব্যাটার নিকোলাস পুরান, পেসার জেডেন সিলেস, বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন এবং ব্যাটার টিওন ওয়েবস্টারকে।

অন্যবারের মতো এবার ড্যারেন ব্রাভোকে তারা পাচ্ছেনা কারণ তিনি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়ট দলে খেলবেন ভাই ডোয়েন ব্রাভোর সাথে। এছাড়া প্যাট্রিয়ট দল থেকে জামাইকা তালাওয়াহ দলের হয়ে খেলবেন অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন, অ্যামাজন ওয়ারিয়র্স থেকে তালাওয়াহ দলে আসছেন ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং এবং তালাওয়াহ রিটেন করেছে রোভমান পাওয়েলকে।

এছাড়া অন্য টিম বার্বাডোজ রয়্যালস দলে জেসন হোল্ডার, ওবেদ ম্যাকয়, কাইল মায়ার্স, হেডেন ওয়ালশ জুনিয়র, অশেন টমাস প্রমুখ বড়ো নাম রয়েছেন। গায়না অ্যামাজন ওয়ারিয়র্স দলে থাকছেন শিমরণ হেটমায়ের, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড প্রমুখ খেলোয়াড়। সেন্ট লুসিয়া কিংস দলে রয়েছেন রোস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, আলজারি জোসেফ প্রমুখরা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে ৩০শে অগাস্ট এবং ফাইনাল খেলা হবে ৩০শে সেপ্টেম্বর।