আজ ২৩শে নভেম্বর, এই মরশুমে শেষবারের জন্য লিস্ট এ ক্রিকেট খেলতে নামলো ত্রিপুরা। মণিপুরের বিরুদ্ধে এই ম্যাচে বিপক্ষকে ২৪০ রানে পরাজিত করেছে ত্রিপুরা।
প্রথমে ব্যাট করে বিক্রম কুমার দাসের সেঞ্চুরি, সুদীপ চ্যাটার্জী এবং দীপক ক্ষত্রির হাফসেঞ্চুরির দাপটে স্কোরবোর্ডে ৩৪৬ তোলে ত্রিপুরা। মণিশঙ্কর মুড়াসিং ৪টি ছক্কা মেরে ৯ বলে করেন ২৮ রান। অধিনায়ক ঋদ্ধিমান সাহা ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে মণিশঙ্কর মুড়াসিংয়ের সামনে ভেঙে পড়ে মণিপুর। ৫ উইকেট নিয়ে মুড়া ভেঙে দেন তাদের এবং পরে চিরঞ্জিত পাল ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।
আজ চিরঞ্জিত পালের বলে কিষান সিংকে ঋদ্ধিমান স্ট্যাম্প করার সাথে সাথেই লিস্ট এ ক্রিকেটে ১৫০টি শিকার পূর্ণ করেন ঋদ্ধিমান। এবং আজ তিনি ৩টি ক্যাচ ও ২টি স্ট্যাম্প করে ত্রিপুরার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ শিকারের রেকর্ড ভাঙলেন।
ত্রিপুরার হয়ে লিস্ট এ তে একটা ইনিংসে সর্বোচ্চ শিকারের তালিকা এইরূপ।
১) ঋদ্ধিমান সাহা- ৫ (বনাম মণিপুর, ২০২২-২৩)
২) রাজীব দত্ত- ৫(বনাম ঝাড়খন্ড, ২০০৯-১০)
৩) রাজীব দত্ত- ৪(বনাম আসাম,২০০১-০২)
৪) বিনায়ক সামন্ত- ৪( বনাম ঝাড়খন্ড, ২০১১-১২)
৫) নিরুপম সেন চৌধুরী- ৪( বনাম মহারাষ্ট্র, ২০১৫-১৬)