“ডাবল সেঞ্চুরি আমার বাবা-মা এবং স্ত্রীকে উৎসর্গ করছি।”- সুমন্ত গুপ্ত।

দেশবন্ধু পার্ক ওভালে মরসুমের প্রথম ম্যাচে বরিশা ক্লাব মুখোমুখি হয়েছিল পাইকপাড়া স্পোর্টিংয়ের।
সেই ম্যাচে বোলারদের দাপট ছাড়াও বরিশার এই ইনিংস ও ১৫০ রানে জয়ে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলেন সুমন্ত গুপ্ত। শুরু থেকে সাবধানে খেলে এবং অধিনায়ক প্রিয়ঙ্ক প্যাটেলকে যোগ্য সঙ্গত দেওয়ার পরে শেষদিকে অনবদ্য ছয়-চার মেরে নিজের দ্বিশতক পূর্ণ করেন সুমন্ত।
সরাসরি ‘উইলোর উইল’কে জানালেন নিজের ইনিংসের ইতিবৃত্ত।


প্রশ্ন:- অভিনন্দন। শুরুতেই ডাবল সেঞ্চুরি।
সুমন্ত:- অনেক ধন্যবাদ।
প্রশ্ন:- ব্যাট করতে নামার সময় কি মাইন্ডসেট ছিল?
সুমন্ত:- আমি সব ম্যাচ এক মাইন্ডসেট নিয়েই খেলি। আমি বেঙ্গল, ক্লাব বা কোনো ক্যাম্পেরে ম্যাচ- সব ম্যাচ একই মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করি। উইকেটে থাকবো, পরিস্থিতি অনুযায়ী খেলবো। টিমের কি দরকার সেই মতোই খেলবো।
এখন বেশিরভাগ উইকেট গ্রিন টপ হয়েছে আর সকাল ৯:৩০ থেকে খেলা, একটু স্ট্রাগল করতে হয়। সুতরাং চেষ্টা করি, শুরুটা যদি কাটাতে পারি, আমি ভালো খেলব। আমার নিজের কোয়ালিটির ওপর একটা বিশ্বাস আছে, আমি জানি যে ওই সময় কাটালে আমি রান করবোই। আমার টিম সবসময় আগে আমার কাছে।
প্রশ্ন:- ১০১-৩ অবস্থায় যখন প্রিয়ঙ্ক প্যাটেল ব্যাট করতে এলো তখন কি কথা হয় ওর সাথে?
সুমন্ত:- প্রিয়ঙ্ক এই বছর ক্যাপ্টেন আমাদের। তো ওকে বলেছিলাম যে উইকেট একটু ডিফিকাল্ট যেহেতু বল মুভ করেছে। আমি ওকে বলি ড্রাইভ মারবো না। চেষ্টা করবো ব্যাক অফ দ্য লেংথ বল মারার। সামনের বল তাড়া করিনি আমরা।
প্রশ্ন:- আয়ুষ পান্ডের উইকেট পড়ার পরে তুমি এতো আগ্রাসী ব্যাটিং করলে- কোনো কারণ?
সুমন্ত:- আমি চেষ্টা করি যাতে বিপক্ষকে সকালটা ছাড়তে পারি, তাহলে আমরা তাড়াতাড়ি অলআউট করতে পারতাম। কিন্তু যখন আমি ১৬০ রানে ব্যাট করছি, টিম সিদ্ধান্ত নেয় যে তারা আমার ২০০ এর দিকে যাবে। ওরা চেয়েছিল যে গ্রিনটপে সুপার লিগে ২০০টা হোক, কারণ ওটা একটা মাইলস্টোন। আমি বলি যে আপনারা যা চাইবেন তাই হবে, ২০০ করবো এমন কোনো ব্যাপার নেই। আয়ুষ আউট হওয়ার পরে আমি ভেবেছিলাম যে একটু চালিয়ে খেলে সকালটা ওদের দেওয়ার।
প্রশ্ন:- সিজনের শুরুতে এতো ভালো একটা ইনিংস কতটা বুস্ট আপ করবে তোমায়?
সুমন্ত:- আমি প্রতি বছর ক্লাব ক্রিকেটে রান করি। ২০০ একটা অনেক বড়ো মাইলস্টোন, এটা আমার প্রথম ২০০। আমি আমার বাবা-মা ও স্ত্রীকে উৎসর্গ করলাম। আমার এই ২০০ অনেকটাই বুস্ট করবে আমাকে।