সেই পুরনো অসুখ! হেরে সিরিজ শুরু ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্ৰথম ম্যাচে হারলো ভারত। 

এদিন ইডেন পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ৩০৬ রান করে ভারত। ধাওয়ান শ্রেয়সরা ভালো শুরু করলেও মাঝের ওভারে ভারতের রান তোলার গতি কমে যায়। যদিও শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ১৬ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে ৩০০ ফ্যান তুলতে সক্ষম হয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০ ওভারের মধ্যে ৩উইকেট হারিয়ে ৮৮ রান তোলে কিউইরা। কিন্তু ঠিক এখান থেকেই কেন উত্তলিয়ামসন (৯৪) এবং টম ল্যাথাম (১৪৫) ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এই পর্যায়ে একমাত্র সুন্দর ছাড়া প্রত্যেক বোলার মার খেলেন এবং সেই বহুচর্চিত বিষয়টাকে আবার মনে করিয়ে দিলেন। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাকআপ বোলার অত্যাবশ্যকীয় বিষয়। যেটা ছাড়া পরপর ম্যাচ জেতা খুব কঠিন। একটা টি২০ সিরিজে প্রশংসনীয় ভাবে ষষ্ঠ বোলার ব্যবহার করে ভারতীয় দল আবার তার নিজের জায়গায় ফেরত এলো।