এবারের আইপিএলের শিরোপা কি নতুন মুখের মাথায় যাচ্ছে?

এবারের আইপিএলের পয়েন্ট তালিকা দেখে মনে হচ্ছে সব হিসেব নিকেশ বোধহয় পাল্টে দিতে পারে। কারণ এবারের আইপিএলের পয়েন্ট টেবিলে তো নামী দলগুলোর করুণ অবস্থা। যেমন গত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই পরপর ৮টি ম্যাচ হেরে আইপিএল টেবিলে একেবারে শেষ স্থানে রয়েছে, যা একেবারেই অবিশ্বাস! আর চার বারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস তো এবার প্লে-অফে উঠতেই পারল না। আর কলকাতা নাইট রাইডার্স এর অবস্থাও করুণ। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদ কে ৫৪ রানে হারিয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ ম্যাচে কলকাতাকে লখনউ সুপারের বিরুদ্ধে খেলতে হবে। তাদের হারাতে পারলে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে মধ্যে থাকবে কলকাতা। নাইটরা এখন রয়েছে ষষ্ঠ স্থানে।

বলা যেতে পারে, ২০০৮-এ আইপিএলের শুরুর দিন থেকেই যেসব দল দাপট দেখিয়ে আসছিল সেইসব দলগুলো এবার একেবারে তলানিতে। এদের জায়গায় উঠে এসেছে এবারের আইপিএলের নতুন অন্তর্ভুক্ত দুটি দল লাখনৌ সুপার জায়ান্ট এবং গুজরাট টাইটান্স। এরা এবার অনেক ভালো করছে। এই দুটি দলই এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় রয়েছে শীর্ষে। সবচেয়ে ভালো জায়গা রয়েছে গুজরাট। তাদের সংগ্রহ ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট। এর পরেই রয়েছে লখনউ। এদের সংগ্রহ ১৬ পয়েন্ট ১২ ম্যাচে।

এবারের আইপিএলে মুম্বাইয়ের যা পারফরম্যান্স বলার মত নয়। অথচ আইপিএলের সবচেয়ে ধনী দল মুম্বাই। তারাই এবার টানা ৮ ম্যাচ হেরেছে। যা অবিশ্বাস্য!

ফলে প্রশ্ন উঠছে তাহলে আইপিএলে কি পুরাতনদের দিন শেষ?
প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কারণ আইপিএলের শুরুর দিন থেকে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স যেভাবে আধিপত্য বিস্তার করে আসছিল তা এবার দেখা যায়নি। এবার তাদের অবস্থা একেবারেই শোচনীয়। অথচ আইপিএলের শীর্ষ ধনী দল মুম্বাই ইন্ডিয়ান্স; যার দাম ১.৩ বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়ায় ১১ হাজার কোটি টাকা মত। আইপিএলে মুম্বাইয়ে এই দর পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের এবং মেজর সকার লিগের দলগুলোকেও। আর চেন্নাই সুপার কিংস, এদের মূল্যও ১.১৫ বিলিয়ন ডলার। এরপরই আছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে তাদের দাম ১.১ বিলিয়ন ডলার । খুবই আশ্চর্যের ব্যাপার এই তিনটি সুপার জায়ান্টই এবারের আইপিএলে দিশেহারা!