সেরকম কিছু ক্রিকেট খেলে না চিন। মাঝেমধ্যেই খবরে আসে চীন ক্রিকেট খেলছে।সেই ক্রিকেটে উন্নতি করতে চায় চিন। এর জন্য বাংলা ক্রিকেট সংস্থার কাছে সাহায্যের আবেদন চিনের। বাংলা ক্রিকেট সংস্থাও (সিএবি) সাহায্যের হাত বাড়িয়ে দিল। ইডেনে সিএবি কর্তাদের সঙ্গে আলোচনা করেন চিনা কনসাল জেনারেল। তিন সদস্যের চিনা প্রতিনিধি দল সিএবি কর্তাদের সঙ্গে দেখা করেন। এর মধ্যে ছিলেন কনসাল জেনারেল ঝা লিউ। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তারা। নিজেদের দেশের ক্রিকেটে উন্নতির জন্য সিএবি-র সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় তারা। এই বিষয়ে দুপক্ষের মউ স্বাক্ষর হতে চলেছে।
বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘চিনের এক প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছে। চিনের চোংইং সিটিতে ক্রিকেটের উন্নতিতে সিএবির সাহায্য চেয়েছে ওরা। আমরা সাহায্যের আশ্বাস দিয়েছি। ক্রিকেটের বিষ্মায়নে আমরা সবসময়ই সঙ্গে রয়েছি। চিন এই খেলাটাকে গুরুত্ব দিচ্ছে দেখে ভালো লাগছে।’
উপস্থিত ছিলেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। চিনা প্রতিনিধি দল বাংলা ক্রিকেট সংস্থাকে প্রস্তাব দিয়েছে চংইং সিটিতে ক্রিকেটের উন্নতিতে আগ্রহী তারা। সিএবির সঙ্গে মৌ স্বাক্ষর করতে চলেছে। ওরা নিজেদের ক্রিকেটারদের কলকাতায় প্রশিক্ষণের জন্য পাঠাতে চায়।
সিএবির সঙ্গে ক্রিকেটে নানা ভাবে যুক্ত থাকতে চাইছে চিন। বাংলার ক্রিকেটার, কোচরাও সেখানে যেতে পারেন। তেমনই তাদের ক্রিকেটাররা কলকাতায় বাংলার কোচেদের সঙ্গে কথা বলা প্রশিক্ষণ নেওয়া এবং প্রীতি ম্যাচ খেলার ভাবনা রয়েছে। ইকোনমিক এবং কমার্শিয়াল কনসাল ঝ্যাঙ হঙজি, দ্বিপাক্ষিক সম্পর্ক বিভাগের প্রধান ঝ্যাঙ ঝিঝংও চিনের এই প্রতিনিধি দলে ছিলেন।