একটা সময় ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স-এর বিচারে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ব্যাটার হিসেবে যাকে ধরা হতো সেই শুভমন গিল আজ পেলেন জীবনের প্ৰথম আন্তর্জাতিক শতরান।
এর আগে বিখ্যাত গাব্বা টেস্টে প্রশংসনীয় ইনিংস খেললেও কোথাও যেন প্রকাশ পাচ্ছিল ধারাবাহিকতার অভাব। কিন্তু সাম্প্রতিক কালে একদিনের আন্তর্জাতিকে পরপর সুযোগ পেয়ে চেনাচ্ছিলেন নিজের জাত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ বা চলতি সিরিজের প্রথম ম্যাচ, দুক্ষেত্রেই কাছাকাছি পৌছেয়েও শতরান পাওয়া হয়নি, বিপক্ষ কম রানে আউট হওয়ায়। অবশেষে আজ সিরিজের তৃতীয় ম্যাচে পৌঁছলেন কাঙ্খিত লক্ষ্যে। করে ফেললেন জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান।
মাত্র ৯৭ বলে তাঁর করা ১৩০ রানে বড় করে ভারত জিম্বাবোয়ের সামনে আজ ২৯৯রানের লক্ষ্যমাত্রা রেখেছে।
ছবি : বিসিসিআই টুইটার