ফের গড়াপেটার কালো ছায়া আইপিএলে

চলতি আই পি এল এর সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটির কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে ।আর সি বি দলের মিডিয়াম পেসার মহম্মদ সিরাজ এক অচেনা ব্যক্তির করা ফোনে আপত্তিকর প্রস্তাব পেয়েছেন।সরাসরি ম্যাচ গড়াপেটার প্রস্তাব না পেলেও আর সি বি এর অন্দরমহলের খবর জানবার জন্য এই ফোন বলে সিরাজ পুলিশকে জানিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি পেশায় বাসচালক। হায়দ্রাবাদের বাসিন্দা ঐ ব্যক্তি সম্প্রতি আই পি এল এ জুয়া খেলে প্রচুর টাকা খুইয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি মারফত এহেন প্রস্তাব পেয়ে হতচকিত সিরাজ তৎক্ষণাৎ বোর্ডকে এ ব্যাপারে অবহিত করায় খুব দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করা গেছে বলে ওয়াকিবহাল মহলের অনুমান।এর আগে ২০১৩ সালে শ্রীশান্ত,অঙ্কিত চহ্বান ও অজিত চান্ডিলা এই তিন ক্রিকেটারকে গড়াপেটা কান্ডে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড করেছিল বিসিসিআই।আই পি এল এর আসরে সেটাই ছিল প্রথম ম্যাচ গড়াপেটার কলঙ্কের বেনজির।এরপর ২০১৬ সালে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস এই দুই দলকে অনুরূপ অভিযোগে দু বছরের জন্য নির্বাসিত করা হয়।সি এস কে ফ্র্যাঞ্চাইজির অন্যতম শীর্ষ কর্তা গুরুনাথ মায়াপ্পন এর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করে বোর্ড। তারপর থেকে আই পি এল এ নতুন করে আর কোন অভিযোগ ওঠেনি।এখন মহম্মদ সিরাজ কান্ডে ফের সেই কলঙ্কজনক অতীতের স্মৃতি উঁকি দিতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মনে।