অভিষেক পোড়েলকে নিয়ে কী মন্তব্য করলেন মনোজ তিওয়ারি?

গতকাল অর্থাৎ ২০২২-২৩ সালের বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচের প্রথম দিন ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। একে একে ফেরার রাস্তায় হাঁটতে থাকেন অভিমন্যু ঈশ্বরণ, সুমন্ত গুপ্ত, সুদীপ কুমার ঘরামি, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, আকাশ ঘটক। এরপর বাংলা ম্যাচে ফেরে শাহবাজ আহমেদের জোরে।
শাহবাজ আহমেদের অসাধারণ ৬৯ রানের ইনিংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল। জয়দেব উনাদকাতের বলে শুরুতে একটু রান পেতে কষ্ট হলেও পরবর্তীতে দুরন্তভাবে ফিরে এসে চিরাগ জানি-প্রেরক মানকড়কে বেশ ভালো শট মেরে ৮ বাউন্ডারিসহ ৫০ রান পূর্ণ করেন অভিষেক। একসময় ৩৪/৫ অবস্থা থেকে ১৭৪ এর ভদ্রস্থ স্কোরে পৌঁছনোর পিছনে বড়ো ভূমিকা পালন করেছেন শাহবাজ-অভিষেক।


প্রথম রনজি ফাইনালে এতো কঠিন সময়ে এই গুরুত্বপূর্ণ ইনিংসে যারপরনাই খুশি মনোজ তিওয়ারি। প্রেস কনফারেন্সে অভিষেক সম্পর্কে মনোজ বলেছেন “এতো কম বয়সে এবং ফাইনালের মতো মঞ্চে এতো ভালো ইনিংস নিশ্চিতভাবে অভিষেককে তার ভবিষ্যৎ কেরিয়ারে আত্মবিশ্বাস দেবে।”
আপাতত দ্বিতীয় দিনের খেলার শুরুতে সৌরাষ্ট্র ৮৫/২। বাংলার ব্যাটারদের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ মারকুটে মেজাজে ব্যাট করছেন হ্যার্ভিক দেশাই এবং ব্যাটে বল লাগিয়ে সকালের কঠিন সময় কাটানোর কাজে বেশ স্বছন্দ চেতন সাকারিয়া।