শাহবাজিগরে ম্যাচে কিছুটা ম্যাচে ফিরল বাংলা

শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল যখন মধ্যাহ্নভোজে ড্রেসিংরুমে ফিরছেন, তখন চিন্তায় আপামর ইডেন উদ্যান। তাদের মনে রীতিমতো কাঁপুনি উঠছে এই ভেবে যে একটি ভালো বলেই হতে পারে পতন। হতে পারে স্বপ্নভঙ্গের শিলান্যাস।
কিন্তু শাহবাজের অভিজ্ঞতা এবং অভিষেকের তারুণ্য দেখালো যে বাংলা ফিরে আসায় সক্ষম। এমনিতেই বলা হয় ইডেন গার্ডেন্সে দুপুরের সেশনে খেলা হয়ে যায় বেশ সহজ, কারণ বলের মুভমেন্ট কম হয়। সেই পয়েন্টকে কাজে লাগিয়ে মূলত অফ সাইডে শট খেলে রানের গতিকে বাড়িয়ে নিয়ে গেলেন বাংলার দুই আত্মবিশ্বাসী বাঁহাতি।

শাহবাজের ইনিংস ছিল স্ট্রোকে পরিপূর্ণ, অভিষেক পোড়েল কিছুটা মার দেওয়ার পরে হয়ে দাঁড়ালেন স্থিতধী। চিরাগ জানি-প্রেরক মানকড় থেকে শুরু করে জয়দেব উনাদকাত, চেতন সাকারিয়া সবাই হয়ে পড়লেন নিজেদের কার্যকরিতা থেকে বিচ্যুত। শুধু উইকেটের আড়া নয়, বরং সোজা দিকেও বাউন্ডারি মারলেন দুজনে।
কিছুটা অস্বস্তিতে ফেলছিলেন বাঁহাতি স্পিনার ধর্মেন্দ্রসিং জাদেজা। একবার অভিষেককে বিপদে ফেললেও রিভিউ নিয়ে বেঁচে যান অভিষেক, কিন্তু চা বিরতির আগে শেষরক্ষা করতে পারলেন না শাহবাজ। একটি হঠাৎ লাফানো বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে বসলেন তিনি। যদিও তার যোগ করা ৬৯ রানের মূল্য অনেক।
আপাতত অর্ধশতকের দোরগোড়ায় অভিষেক পোড়েল(৪৭*)। কতটা টানবেন? সময়ে বলবে।