টেস্ট জীবনের বহুল কাঙ্ক্ষিত মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটের আধুনিক ওয়াল

রাহুল দ্রাবিড় উত্তর যুগে ভারতীয় টেস্ট ব্যাটিং এর অন্যতম চালিকাশক্তি হিসেবে তার প্রশ্নাতীত গ্রহনযোগ্যতা সর্বজনবিদিত।নীরস পরিসংখ্যান অবশ্য দাবী করবে অদ্যাবধি দীর্ঘ টেস্ট কেরিয়ারে নিজের প্রতিভার প্রতি তিনি নিরঙ্কুশ সুবিচার করতে পেরেছেন কিনা সে প্রশ্নটি তর্কসাপেক্ষ।৯৯ টেস্টে ৪৪.১৬ গড়ে সর্বসাকুল্যে ৭০২১ রান মহাতারকা অধ্যুষিত ভারতীয় ব্যাটিং লাইনআপ এর তিন নম্বর ব্যাটসম্যানসুলভ কিনা সে বিশ্লেষণ যুক্তিসম্মত।তবু ভারতীয় দলের বর্তমান হেড মাষ্টারের খেলোয়াড়ি সত্তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে চেতেশ্বর অরবিন্দ পুজারার অবদান খুব অল্প কথায় বললেও অবিস্মরণীয়।

উনিশ সেঞ্চুরির ( সর্বোচ্চ অপরাজিত ২০৬) মালিকের দলের সঙ্কটে একাধিকবার ত্রাতার ভূমিকা পালন করে বিশ্বস্ত উদ্ধারকর্তা হিসেবে জনস্বীকৃতি আদায় করে নেওয়ার কাহিনীতে কল্পিত অতিকথনের উপাদান নগন্য। শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই লোকটি বিরাট রোহিতের উপস্থিতি সত্ত্বেও আজও অন্যতম ভরসাযোগ্য। জাতীয় দলের টেস্ট ক্যাপ মাথায় পড়ে দেশের হয়ে প্রতিনিধিত্বের সূচনালগ্নে তরুণ টেস্ট ক্রিকেটারের অদম্য লালিত অবদমিত স্বপ্ন থাকে ১০০ টেস্ট খেলার। ১৩ তম ভারতীয় হিসেবে সে গৌরব অর্জনের রাজমুকুট শোভিত সৌরাষ্ট্রবাসী ফিরোজ শাহ কোটলার বাইশ গজে যখন নতুন রূপকথা রচনার কারিগর প্রত্যাশী হয়ে নামবেন ,ড্রেসিং রুমে বসে থাকা রাহুল শরদ দ্রাবিড় নামক ভদ্রলোক তার ভাবশিষ্যের চমকপ্রদ উত্তরণের গল্পে নেপথ্য সহচর হিসেবে আত্মপ্রসাদ লাভ করবেন কিনা সে গল্পটি প্রকাশ্যে না এলেও ক্রিকেট মহল নির্দ্বিধায় স্বীকার করে নিতে বাধ্য নব্বই দশকের মাঝামাঝি থেকে প্রায় দেড় দশক যে কর্ণাটকির চওড়া কাঁধে ভর রেখে সাবেকি ঘরাণার ভারতীয় ব্যাটিং বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখত,পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হিসেবে সে দায়ভার বহনের উপযুক্ত লোক চেতেশ্বর পূজারা। দ্রাবিড় নিজে ব্যক্তিগতভাবে শিষ্যের কীর্তিতে আপ্লুত তথা প্রতিজ্ঞাবদ্ধ। এহেন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উদযাপনের সেরা উপায় দলের তরফে পুজারাকে জয় উপহার দেওয়া। দ্রাবিড় এর ভোকাল টনিকে টিম ইন্ডিয়া কতটা অনুপ্রাণিত হবে সেটা সময়ই বলবে তবে আপামর ক্রিকেটপ্রেমী সিরিজ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশাপূরণের পাশাপাশি শততম টেস্টে সেঞ্চুরির বিরল কীর্তি স্থাপনের স্বপ্নের রূপকার হিসেবে ওয়াল নম্বর টু কে কল্পনা করলে সে প্রত্যাশা আকাশকুসুম হবে কি?