যোগ দিলেন লিটন।

অবশেষে প্রতীক্ষার অবসান। এবারের নিলামে ২০ লক্ষ টাকায় কেনা বাংলাদেশী ওপেনার আজ সোমবার কলকাতায় এসেছেন। বাংলাদেশ জাতীয় দলে তার সতীর্থ তথা অধিনায়ক শাকিব উল হাসান এবছর আই পি এল খেলতে আসছেন না নিশ্চিত হয়ে যাওয়ার পর লিটনকে নিয়ে কে কে আর সমর্থকদের স্বাভাবিক কৌতুহল ছিল তিনি নাইট শিবিরে কবে যোগ দিতে পারেন সে বিষয়ে।যদিও শাকিবের সঙ্গে একসময় তার‌ও আই পি এল খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আয়ারল্যান্ড সিরিজে খেলতে বাধ্য হ‌ওয়ার কারণে চলতি আই পি এল এ তিনি নাও আসতে পারেন এমন সম্ভাবনার প্রেক্ষাপটে কে কে আর কতৃপক্ষের তরফে তাকে চুক্তি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছিল।

সেক্ষেত্রে লিটনের বিকল্প ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া সহজসাধ্য হতে পারত। কিন্তু স্বয়ং লিটন তাতে আপত্তি প্রকাশ করায় কে কে আর ম্যানেজমেন্ট তার ব্যাপারে চূড়ান্ত সম্মতি প্রকাশ করেছে এবং তার‌ই ইতিবাচক ফলশ্রুতিতে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এর এই শহরে আগমন।তবে রহমতুল্লাহ গুরবাজ ও জেশন রয় ইতিমধ্যেই দুই বিদেশি ওপেনার হিসেবে কে কে আর স্কোয়াডে অন্তর্ভুক্ত।

ফলে ওপেনিং স্লটে লিটনের জায়গা হবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে।লিটন নিজেও যথেষ্ট সন্দিহান প্রথম একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী মাসের গোড়ায় লিটনদের আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা। তার আগে সাকুল্যে সপ্তাহতিনেক তিনি কে কে আর শিবিরে থাকার সুযোগ পাচ্ছেন।এই পর্বে নাইটরা যতগুলো ম্যাচ খেলবে তার অধিকাংশতেই লিটন থাকবেন না এটা মোটামুটিভাবে নিশ্চিত। তবুও আসন্ন পঞ্চাশ ওভারের বিশ্বকাপের কথা ভেবে এ দেশের পরিবেশের সঙ্গে সড়গড় হ‌ওয়ার জন্য লিটনের আই পি এল অভিযানের প্রস্তুতি এমনটাই ধারণা ক্রিকেট মহলের।