সমালোচিত সৌরভ পন্টিং :-

টানা চার ম্যাচে হারের দুঃস্বপ্ন ভুলে দিল্লী ক্যাপিট্যালস আগামী শনিবার বিরাট কোহলির আর সি বি এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা সময়ই বলবে।তবে আপাতত প্রাক্তন ক্রিকেটারদের একাংশ দিল্লী ক্যাপিট্যালস দলের টিম ম্যানেজমেন্ট এর সমালোচনায় মুখর। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী যার মধ্যে অন্যতম। দিল্লীর ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শাহ কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাবহার করার রণণীতি সমর্থন করতে পারছেন না শাস্ত্রী।তার মতে এই সিদ্ধান্ত পৃথ্বীর আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট। পৃথ্বী পুরো সময় জুড়ে মাঠে থাকলে ফিল্ডিং এর সময় দলের জন্য উল্লেখযোগ্য কোন অবদান রাখতে পারলে সেটা তার জন্য ইতিবাচক হতে পারত বলে রবির অভিমত।

IPL 2023 Sourav Ganguly And Ricky Ponting Reunites For Delhi ...

পৃথ্বীর বদলি হিসেবে মুকেশ কুমারকে খেলানোর সিদ্ধান্ত সমর্থন করার পক্ষপাতি নন তিনি। তার অভিযোগের আঙুল স্পষ্টত‌ই টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রিকি পন্টিং এর দিকে। যদিও এই বিষয়ে তাদের কোন প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায় নি।এই দুঃসময়ে সৌরভ তার দলের তরুণ ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন।তার মতে এই দলের বেশীরভাগ ভারতীয় ক্রিকেটার অনভিজ্ঞতার দরুণ বড় ম্যাচের চাপ নেওয়ার ক্ষেত্রে এখনও পুরোপুরি অভ্যস্ত হতে পারেনি।ছন্দে ফিরতে তাদের আর‌ও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। সেইসঙ্গে ধারাবাহিকভাবে দূরন্ত পারফরম্যান্স এর জন্য অলরাউন্ডার অক্ষর পটেল এর ভুয়সী প্রসংশা করে সৌরভ আশাপ্রকাশ করেছেন যে দলের তরুণ ব্রিগেড তাকে দেখে অনুপ্রাণিত হবে।