ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে রবিশঙ্কর জয়দ্রথ শাস্ত্রী যে এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে ব্যাট করছেন সেকথা বলাই বাহুল্য। বিভিন্ন ইস্যুতে কার্যত তুলোধুনো করছেন আই পি এল এর কতিপয় ফ্র্যাঞ্চাইজির কোচ, খেলোয়াড়দের। এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন দীপক চাহার।গত বছরের ক্রিকেট মরসুমের অধিকাংশ সময় জুড়েই চোটের কবলে থাকা সি এস কে পেসার চলতি আই পি এল এর প্রথম ম্যাচেই এক ওভার বল করে ফের হ্যামস্ট্রিং এর পুরোনো চোটের কারণে আপাতত প্রথম একাদশের বাইরে।এন সি এ থেকে সদ্য চোটমুক্ত হয়ে ফেরার পর আবার তিনি কিভাবে চোট পেলেন সেটা ভেবে বিস্মিত শাস্ত্রী। শুধু চাহার একাই নন শাস্ত্রীর দাবী বেশ কিছু ক্রিকেটারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে নিজের ঘর বাড়ি মনে করছেন বলে অভিমত জাতীয় দলের প্রাক্তন কোচের।
এন সি এ তে চোটগ্রস্থ একজন ক্রিকেটারের সুস্থ হওয়ার সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়াতে কোন গলদ আছে কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে না চাইলেও বিরাটদের ভূতপূর্ব হেডস্যারের বক্তব্য থেকে পরিস্কার কিছু ক্রিকেটারের ঘনঘন চোট পাওয়ার প্রবনতা লক্ষ্য করে তিনি রীতিমতো অসন্তুষ্ট। যশপ্রীত বুমরাহ সম্পর্কে ও একই কথা প্রযোজ্য হওয়া উচিত যদিও এই প্রসঙ্গে শাস্ত্রী একবারও তার নাম করেননি।বুমরা এন সি এর ফিট সার্টিফিকেট পেয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। দেশের মাঠে পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও তিনি অনিশ্চিত।গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে তিনি মাঠে নামলেও ফের চোট পাওয়ায় তার ক্রিকেট জীবনের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব আপাতত প্রশ্নচিহ্নের মুখে। সেইসঙ্গে চোট পাওয়া ক্রিকেটারদের সুস্থ করে তোলার ব্যাপারে এন সি এর ভুমিকাও অনুরূপভাবে বিতর্কের উর্দ্ধে নয়।