ওয়েস্ট ইন্ডিজ সফরের টি২০ দলের সহ অধিনায়ক কেএল রাহুল কোভিড আক্রান্ত হলেন।
অপারেশনের পর জাতীয় ক্রিকেট এক্যাডেমীতে রিহ্যাব করছিলেন রাহুল। সেখান থেকেই এই সপ্তাহের শেষে তাঁর ওয়েস্টইন্ডিজ উড়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই তিনি হয়ে পড়লেন কোভিডি আক্রান্ত। স্বাভাবিক ভাবেই অনিশ্চিত হয়ে পড়ল তাঁর ওয়েস্টইন্ডিজ যাত্রা।
দল ঘোষণার সময়েই বোর্ডের তরফ থেকেবলা হয়ে হয়েছিল, যদি রাহুল নির্দিষ্ট সময়ের আগে সুস্থ হয়ে ওঠেন, তবেই তিনি সফরে যাবেন। সেই মতো তাঁর রিহ্যাবও চলছিল। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরালও হয় যেখানে দেখা গেছে তিনি নেটে ব্যাট করছেন। স্বভাবতই সমর্থকরা আশাবাদী ছিলেন তাঁর ওয়েস্ট ইন্ডিজ সফরের বিষয়ে।