এশিয়া কাপ ইউএই-তে

আগামী আগস্ট মাসে এশিয়া কাপ শ্রীলঙ্কার পরিবর্তে অনুষ্ঠিত হবে ইউএই-তে। বৃহস্পতিবার আ্যপেক্স কমিটির মিটিংয়ের পর এমনটাই জানিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

খবর অনুযায়ী বুধবারই শ্রীলঙ্কা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দেয় যে আর্থিক এবং রাজনৈতিক কারনে তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হবে না। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সৌরভ গাঙ্গুলি এদিন জানান যে আগস্ট মাসে ইউএই এমন একটা জায়গা যেখানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

প্রসঙ্গত আগস্টের ২৭ তারিখ থেকে সেপ্টেম্বরের ১১তারিখের মধ্যে টি২০ ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।